ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সেরাদের একজন হবে শান্ত: সুজন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২২ ২২:২৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে যে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে অতিরিক্ত সমালোচনা-ট্রল হয় তাদের একজন নাজমুল হোসেন শান্ত। অবশ্য কোন ব্যক্তিগত আক্রশ থেকে কেউ এই কাজ করে না। জাতীয় দলে নিজের অধারাবাহিক পারফরম্যান্সের কারনে এমনটি হয়ে আসছে। তবে এবারের বিশ্বকাপে দুই অর্ধশতকের দেখা পেয়েছে এই বাঁহাতি ওপেনার। সেই সাথে ৫ ম্যাচে ৩৬ গড়ে করেছেন ১৮০ রান। শান্তকে নিয়ে অতিরিক্ত সমালোচনা তার প্রতি অবিচার বলে মনে করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। একই সাথে মনে করেন ভবিষ্যতে বাংলাদেশে ক্রিকেটের অন্যতম সেরা একজন ক্রিকেটার হবেন তিনি। 

সুজন বলেন, 'আমার কাছে অবাক লাগে যে, শান্তকে নিয়ে কেন এতো কথা হয়েছিল। আমি মনে করি, একটা ছেলের প্রতি এটা অবিচার। শান্তকে নিয়ে এতো কথা বলার পরও সে যে পারফর্ম করেছে এটা অসাধারণ। আমি মনে করি, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একজন ক্রিকেটার হবে শান্ত।'

 

সুজন যোগ করেন, সে (দলে) সুযোগ পেয়েছে এটা তো তার দোষ না, দোষ যদি হয় তাহলে সেটা আমাদের (টিম ম্যানেজমেন্ট) হওয়া উচিত। 

 

২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া শান্ত নিজের প্রথম অর্ধশতকের দেখা পেয়েছে ২০২২ সালে এসে। ক্যারিয়ারের ১৫তম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে করেছেন ৭১ রান। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।