ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ভারতের বিপক্ষে হোম সিরিজের সূচি ঘোষণা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২ ২২:৩৮

বাংলাদেশ-ভারত। ছবি সংগৃহীত বাংলাদেশ-ভারত। ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ আগামী ডিসেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ দল। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার এই সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিসিবি।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বিসিবি জানিয়েছে, তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ৪, ৭ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে।


পরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দুই দলের সিরিজের প্রথম টেস্ট। ১৪-১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে দুই দল ঢাকায় ফিরবে। ২২-২৬ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।


দুই ম্যাচের টেস্ট সিরিজটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। তাই পূর্ণ শক্তির ভারতীয় দল খেলবে টাইগারদের বিপক্ষে। তবে ওয়ানডে সিরিজ ওডিআই সুপার লিগের অধীনে নয়। এজন্য ওয়ানডেতে ভারতের মূল দল নাও আসতে পারে।


সাত বছর পর বাংলাদেশ সফরে আসবে ভারতীয় দল। সবশেষ ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল তারা। ২৭ ডিসেম্বর ঢাকা ছাড়বে সফরকারী ভারতীয় দল।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।