ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

তামিম-মুস্তাফিজের পর টি-টেনের ড্রাফটে আফিফ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২ ২০:১৯

আফিফ হোসেন ধ্রুব। ছবি সংগৃহীত আফিফ হোসেন ধ্রুব। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ দিন কয়েক আগেই টি-টেন লিগের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং পেসার মুস্তাফিজুর রহমান। এবার সেই তালিকায় যুক্ত হলেন আফিফ হোসেন ধ্রুব। 

 

ব্যাট হাতে ধারাবাহিক ছন্দে রয়েছেন এই বাঁহাতি ব্যাটার। বর্তমানে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারদের একজন  তিনি। ড্রাফট থেকে দল পেলে দ্বিতীয়বারের মতো টি-টেনে দেখা যেতে পারে আফিফকে।

 

এর আগে বাংলা টাইগার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তরুণ এই ব্যাটারের। সেবার দলটির আইকন ক্রিকেটারও ছিলেন আফিফ। যদিও ব্যাট হাতে নিজের প্রথম আসরটা রাঙাতে পারেননি তিনি। তবে সাম্প্রতিক পারফর‌ম্যান্সের কারণে দল পাওয়ার সম্ভাবনা থাকছে আফিফের।


এদিকে ড্রাফটে নাম দেয়া তামিমের জন্যও হতে পারে দ্বিতীয় আসর। এর আগে পাখতুনের হয়ে টি টেন খেলার অভিজ্ঞতা রয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করা তামিমের। দলটির হয়ে হাফ সেঞ্চুরিও রয়েছে তার।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।