ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

আঙুলে ফ্র্যাকচার, ছিটকে গেলেন সোহান

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১ আগস্ট ২০২২ ১০:৪১

নুরুল হাসান সোহান। ফাইল ছবি নুরুল হাসান সোহান। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ জিম্বাবুয়ে সফরের তিন ম্যাচের জন্যই অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল নুরুল হাসান সোহানকে। সিরিজের প্রথম টি-২০ ম্যাচেই জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ দল। রোববার দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। সোহানের নেতৃত্বে হারারে স্পোর্টস গ্রাউন্ডে জিম্বাবুয়েকে ৭ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। সিরিজে সমতা ফিরিয়েছে ১-১ এ। 

কিন্তু আগামী ২ আগস্ট সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ তে অধিনায়ক সোহানকে পাবে না বাংলাদেশ দল। আঙুলের ইনজুরির কারণে ছিটকে পড়েছেন সোহান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য জানিয়েছে। 

জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলে ব্যথা পেয়েছেন তিনি। শুধু টি-২০ সিরিজ নয় পুরো জিম্বাবুয়ে সফরই শেষ হয়ে গেছে তার। অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। শেষ ম্যাচে তাই সোহানকে পাবে না বাংলাদেশ দল।

রোববার ফাস্ট বোলার হাসান মাহমুদের বল ধরতে গিয়ে উইকেটকিপার সোহান বাঁ হাতের তর্জনীতে ব্যথা পেয়েছেন। ফিজিও মুজাদ্দেদ আলপা সানি জানিয়েছেন, ‘আমরা একটা এক্স-রে করেছি। যেখানে তার আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। এ ধরনের ইনজুরি সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগে। তাই মঙ্গলবারের টি-টোয়েন্টি ম্যাচে সে নেই এবং আসন্ন ওয়ানডে সিরিজেও।’

জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলেও ছিলেন সোহান। এখন ইনজুরির কারণে দেশে ফিরে আসতে হবে তাকে।  

জিম্বাবুয়ে সফরের প্রথম ম্যাচে বাংলাদেশ হারলেও লড়াই করেছিলেন সোহান। একপ্রান্ত আগলে ২৬ বলে অপরাজিত ৪২ রান করেছিলেন তিনি।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।