ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

‘২’ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ আগস্ট ২০২২ ০২:৪৪

এদিনও টস হেরেছেন সোহান। ফাইল ছবি এদিনও টস হেরেছেন সোহান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ১৭ রানের হার দিয়ে দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে, সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে দ্বিতীয় ম্যাচেও টস হেরেছেন টাইগার নয়া কাপ্তান নুরুল হাসান সোহান। অন্যদিকে টস জিতে এদিনও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন।

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। প্রথম টি-টোয়েন্টিতে বেধড়ক পিটুনি খেয়ে দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। অন্যদিকে দীর্ঘ ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পেসার হাসান মাহমুদ।

২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের একমাত্র টি-টোয়েন্টি খেলার পর, বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছেন এই পেসার। দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী হাসান।

বাংলাদেশ একাদশ: মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক সৈকত, মাহেদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।