ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

জিততে হলে আরও ভালো বোলিং করতে হবে: সোহান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২২ ০৭:৩৪

অধিনায়ক নুরুল হাসান৷ ছবি সংগৃহীত অধিনায়ক নুরুল হাসান৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ দলের হার ১৭ রানের৷ ২০৬ রানের লক্ষ্যে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসানরা প্রচেষ্টা চালালেও শেষ অবধি হয়নি সুখকর কিছুই৷ টস হেরে প্রথমে ফিল্ডিং করা বাংলাদেশের বোলাররা এদিন ছিল যথেষ্ট ছন্দহীন৷ জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হলে আরও ভালো বোলিং করতে হবে ম্যাচ শেষে জানান অধিনায়ক নুরুল হাসান সোহান৷

অধিনায়ক সোহান বলেন, এটি সত্যিই একটি ভাল খেলা ছিল৷ জিম্বাবুয়ে সত্যিই ভাল ব্যাটিং করেছে, তবে জিততে তাদের বিপক্ষে আরও ভাল বল করতে হবে৷

ম্যাচে স্বাগতিকরা ১৫ রান বেশি করেছে বলে মনে করেন নুরুল হাসান সোহান৷ এছাড়াও তিনি মনে করেন, ভালো মানের একটি পিচ ছিল, এবং ভাবনা ছিল এই রান তাড়া করে জিততে পারবে দল৷ এছাড়াও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে বলে জানান তিনি৷

আগামীকাল ৩১ জুলাই (রবিবার) অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।