ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বুক চেতিয়ে লড়াইয়ে ব্যর্থ বোলাররা!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২২ ০৭:১১

টাইগার্স পেসার৷ ছবি সংগৃহীত টাইগার্স পেসার৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের এবারের জিম্বাবুয়ে সফর বিশেষ করে টি-টোয়েন্টি দল নিয়ে আলোচনা ছিল তুঙ্গে৷ বিশ্বসেরা সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের বিশ্রামে নুরুল হাসান সোহানের নেতৃত্বে প্রথম ম্যাচে বাংলাদেশের হার ১৭ রানে৷ এদিন ব্যাটাররা সামগ্রিক লড়াই করলেও বোলাররা ছিলেন নিয়ন্ত্রণহীন৷

অধিনায়ক নতুন হলেও দলের বোলিং বিভাগের পুরনো স্তম্ভ তাসকিন, শরিফুল, মুস্তাফিজ পারেনি নিজেদের জানান দিতে৷

দলের এই তিন পেসার ম্যাচে ১২ ওভার বল করে ১১ দশমিক ৪১ গড়ে দিয়েছে ১৩৭ রান৷ যেখানে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ৫০, শরিফুল ইসলাম ৪৫ এবং তাসকিন আহমেদ খরচ করেছেন ৪২ রান৷

পেসারদের সর্বোচ্চ খারাপের দিনে স্পিনার নাসুম আহমেদও ধরতে পারেননি দলের হাল৷ ৯ দশমিক ৫০ গড়ে দিয়েছেন ৩৮ রান৷ সব মিলে অধিনায়কের আস্থাভাজন চার বোলারকেই স্বাগতিক ব্যাটাররা সুযোগ দেয়নি খুব একটা৷ ফলে কুড়ি ওভারের ক্রিকেটে লাল-সবুজের বাংলাদেশের বিপক্ষে সংগ্রহ করেছিল ২০৫ রান৷

অধিকাংশের ব্যর্থতার মাঝে বল হাতে দৃঢ়তার পরিচয় দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত৷ ৩ ওভার হাত ঘুড়িয়ে ব্যয় করেছেন ২১ রান৷ নামের পাশে যোগ করেছেন এক উইকেট৷ এছাড়াও আফিফ হোসেন ১ ওভার বল করে দিয়েছেন ৬ রান৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।