ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

তিন ভাগে উইন্ডিজ থেকে দেশে ফিরবেন ক্রিকেটাররা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২২ ০৯:২৪

বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি

নট আউট শেষ হয়েছে দীর্ঘ এক মাসের বাংলাদেশ দলের উইন্ডিজ সফর। হারের তিক্ত অভিজ্ঞতা দিয়ে সফর শুরু করলেও, শেষটা জয় দিয়েই রাঙিয়েছে তামিমের বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ধবলধোলাই হওয়ার পর, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা হয়েছিল বৃষ্টিতে পণ্ড। এরপর সিরিজের বাকি দুই টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ান কাছে পাত্তাই পায়নি মাহমুদউল্লাহ রিয়াদরা।

উইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতা, অনেকটাই পুষিয়ে এসেছে ওয়ানডেতে। টাইগারদের প্রিয় ফরম্যাটে ক্যারিবীয়রা হয়েছে ধবলধোলাই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পুরোটাই দাপট দেখিয়েছে বাংলাদেশ দল। তাতেই সবমিলিয়ে টানা ১১ ওয়ানডেতে উইন্ডিজের বিরুদ্ধে অপরাজেয় থাকল টাইগাররা। ক্যারিবীয়দের ‘বাংলাওয়াশ’ করার সুখস্মৃতি নিয়েই এবার দেশে ফিরছে তামিম ইকবালের দল।

এদিকে তিন ভাগে ভাগ হয়ে দেশের বিমান ধরছে বাংলাদেশ দল। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার (১৯ জুলাই) প্রথম ধাপে দেশে পা রাখবে বাংলাদেশ দলের একাংশ। এরপর যথাক্রমে ২০ ও ২১ জুলাই আরও দুই ধাপে দেশে ফেরার কথা রয়েছে ক্রিকেটারদের। এর আগে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার সময়ও চার ভাগে ভাগ হয়ে যেতে হয়েছিল তামিম-রিয়াদদের। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।