ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২২ ১৭:৫৮

তামিম ইকবাল৷ ফাইল ছবি তামিম ইকবাল৷ ফাইল ছবি

নট আউট ডেস্ক: গায়ানায় তৃতীয় ম্যাচ জিতে যখন বিজয়ের উল্লাস, বাইশ গজের লড়াকু মানুষগুলোর মত ঘুম বিসর্জন দিয়ে রাত জেগে খেলা দেখা মানুষগুলোর মুখে প্রাপ্তির হাসি৷ টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশের পর ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে পারা অবশ্যই বাড়তি আনন্দের৷ তবে অনেকের আনন্দে অনেকটা ভাটা পরেছে অধিনায়ক তামিমের ইকবালের এক ফেসবুক পোস্টে৷ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই ড্যাশিং ওপেনার৷

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।

দেশের হয়ে ৭৮ টি-টোয়েন্টিতে ২৪ দশমিক ১ গড় এবং ১১৭ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন তামিম। দেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানও তিনি।

২০২০ সালের মার্চের পর আর এ ফরম্যাটে দেখা যায়নি তামিমকে। গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেননি। এরপর মাঝে ছয় মাস স্বেচ্ছায় বিরতিতে ছিলেন। এরইমধ্যে হঠাৎ দিলেন বিদায়ের ঘোষণা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।