ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২২ ০৫:২৫

বোলিংয়ে বাংলাদেশ। ফাইল ছবি বোলিংয়ে বাংলাদেশ। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ এক ম্যাচ আগেই সিরিজ জিতে যাওয়ায় এই ম্যাচটা বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষার। তবে ম্যাচটা মহাগুরুত্বপূর্ণ ক্যারিবীয়দের। কেননা আজ হারলেই যে ওয়ানডেতে বাংলাদেশের কাছে টানা ১১ হার অপেক্ষা করবে দলটির জন্য।

ধবলধোলাইয়ের মিশনে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে এদিন দলে মাত্র একটি পরিবর্তনই এনেছে বাংলাদেশ। যেখানে পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে, একাদশে ফেরানো হয়েছে তাইজুল ইসলামকে। এদিকে টানা তৃতীয় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

 বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেট-রক্ষক), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, রভম্যান পাওয়েল, শামারাহ ব্রুকস, ব্র্যান্ডন কিং, কেসি কার্তি, রোমারিও শেফার্ড, কেমো পল, গুডাকেশ মটি, আলজারি জোসেফ ও আকিল হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।