ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ডানহাতি ব্যাটসম্যান, তাই আজও একাদশে উপেক্ষিত বিজয়!

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৬ জুলাই ২০২২ ২১:১৪

এনামুল হক বিজয়। ফাইল ছবি এনামুল হক বিজয়। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজটা আইসিসি সুপার লিগের অংশ নয়। সিরিজের আমেজ তলানীতে চলে এসেছে ইতোমধ্যে কারণ এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ওয়ানডে তাই শুধুই আনুষ্ঠানিকতার মঞ্চ।

গায়ানায় আজকের ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করার কথা বাংলাদেশ দলের। অধিনায়ক তামিম ইকবাল, হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, একাদশে একাধিক পরিবর্তন হতে পারে। সেদিক থেকে ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড রান করেও ওয়ানডে দলে আসা এনামুল হক বিজয়ের খেলা অনেকটা নিশ্চিতই মনে হয়েছিল।

কিন্তু একদিনের ব্যবধানে সুর বদলে গেছে। গায়ানার টিম হোটেলে শুক্রবার সাংবাদিকদের রাসেল ডমিঙ্গো বলেছেন, টিম কম্বিনেশন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচেও একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। ডানহাতি ব্যাটসম্যান হওয়ার কারণে সুযোগ নাও পেতে পারেন বিজয়। একাদশে বেশি বাঁহাতি ব্যাটসম্যান রাখতে চান তিনি। 

এই সিরিজে ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ক্রিকেটারদের তৃতীয় ম্যাচে একাদশে আনার প্রসঙ্গে ডমিঙ্গো বলেছেন, ‘ব্যাপারটি একটু কঠিন। বিজয়কে খেলাতে পারলে ভালো লাগবে আমার। তবে তাতে আরেকজন ডানহাতি ব্যাটসম্যান বেড়ে যাবে। আমাদের এখানে বাঁহাতি ব্যাটসম্যান প্রয়োজন। তাই ব্যাটিং লাইন আপে খুব বেশি পরিবর্তন সম্ভবত হবে না।’

এই প্রোটিয়া কোচ আরও বলেন, ‘সে-ই একমাত্র ব্যাটসম্যান, যে এখানে ৫০ ওভারের সিরিজে এখনও ম্যাচ খেলেনি। তবে সে ডানহাতি। আমার মতে, আমাদের লাইন আপে দরকার দরকার যতটা বেশি সম্ভব বাঁহাতি রাখা। সেখানে নাড়াচাড়া করার সম্ভাবনা তাই কমই।’

ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে রান করেছেন বিজয়। কিন্তু ক্যারিবিয়ানে তাকে সুযোগ দেয়া হয়েছে টেস্ট, টি-টোয়েন্টিতে। ওয়ানডেতে তার জায়গায় খেলানো হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এ ফরম্যাটে বারবার ব্যর্থ হয়েও সুযোগ পাচ্ছেন তিনি। ক্যারিয়ারে ১০ ম্যাচে ১৫০ রান করেছেন, ১৫.০০ গড়ে। এখনও নেই কোনো হাফ সেঞ্চুরি। যার মধ্যে ৫৭ রানই করেছেন শেষ দুই ম্যাচে।

বিজয়কে বসিয়ে শান্তকে খেলানোর যুক্তি তুলে ধরেছেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘বিজয় (এনামুল) অসাধারণ করেছে (ঢাকা লিগে) এবং দলে ফিরে এসেছে। তবে কোচ হিসেবে আমি ন্যায্য কাজ করতে চাই। যে ক্রিকেটার স্কোয়াডে আগে থেকে ছিল, তারই আগে একাদশে সুযোগ পাওয়া উচিত। বাইরে থেকে যে স্কোয়াডে আসবে, তাকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে।’

 

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।