ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আগের ছন্দ নেই, মানছেন না মুস্তাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৭ জুলাই ২০২২ ০৪:২৯

মুস্তাফিজুর রহমান৷ ছবি সংগৃহীত মুস্তাফিজুর রহমান৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: কাটার-স্লোয়ারে ভারতকে নাকানি-চুবানি খাইয়ে ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমান। ক্রিকেট দুনিয়ায় দুর্ধর্ষ পেসার হওয়ার সম্ভাবনাই দেখা গিয়েছিল বাংলাদেশের এ পেসারের মাঝে। কিন্তু সাত বছর পরও প্রত্যাশিত উচ্চতায় যেতে পারেননি মুস্তাফিজ।


তারই সমসাময়িক অন্যান্য দেশের ফাস্ট বোলার যেমন জাশপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদারা বিশ্বসেরার কাতারে নিজেদের নিয়ে গেছেন। কাটার মাস্টার খ্যাত এই বাঁহাতি পেসারকে পাওয়া যাচ্ছে না আগের ছন্দে। অবশ্য এই তরুণ পেসার এমনটা মনে করেন না। মুস্তাফিজ বলেছেন, প্রতিদিনই উন্নতির চেষ্টা করছেন তিনি। শেখার চেষ্টা করছেন। ভালো বোলারদের মতো হতে চান।


আগের মুস্তাফিজকে কেন পাওয়া যাচ্ছে না জানতে চাইলে এ বাঁহাতি পেসার গায়ানায় সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আপনারা না পেতে পারেন (আগের মোস্তাফিজ)। আমি মনে করি, আমার দিক থেকে...আমার অপারেশনের পর এক-দেড় বছর হয়তো তেমন ভালো ছিল না পারফরম্যান্স। শেখার তো শেষ নেই। ইমপ্রুভ প্রতিদিন করা যায়। আমি চেষ্টা করছি আরও ইমপ্রুভ করার জন্য। কী করে অন্য ভালো বোলারদের মতো হওয়া যায়। ফিটনেস বলেন, কোচদের পরামর্শ নেওয়া বলেন, আমি শিখছি আরও।’


ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-২০ তে ৪ ওভারে ৩৭ রান দেন মুস্তাফিজ। ইকোনমি ছিল ৯.২৫। উইকেটও পাননি।
খরুচে বোলিংয়ের কারণ সম্পর্কে মুস্তাফিজ বলেছেন, ‘এশিয়ান উইকেট একরকম, এশিয়ার বাইরের উইকেটটা বেশি ভালো। ট্রু উইকেট থাকে। আমি চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার। এশিয়ার মধ্যে দেখবেন অন্য টিমের ১৫০ করতেও কষ্ট হয়। এশিয়ার বাইরে দুইশ রানও সেফ না। এ কারণে ইকোনমিও বাড়তে পারে, আমার যেটা মনে হয়।’


বোলিংয়ে উন্নতি করতে বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কাজ করছেন জানিয়ে মুস্তাফিজ বলেন, ‘সাদা বলে আমি মাত্র দুটি সেশন করেছি, বিশেষ করে টি-২০ নিয়ে। আর ওয়ানডের জন্য কাজ করেছি দক্ষিণ আফ্রিকায়। খুব বেশি দিন এখনো ওনাকে পাইনি। তবে কোচের পরিকল্পনাগুলো খুব ভালো লাগছে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।