ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

টেস্ট সংস্কৃতি নিয়ে ডমিঙ্গোর প্রশ্ন

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৬ জুন ২০২২ ২১:১১

রাসেল ডমিঙ্গো৷ ছবি সংগৃহীত রাসেল ডমিঙ্গো৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: ২০০০ সালের আজকের দিনে (২৬ জুন) আনুষ্ঠানিকভাবে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। আইসিসির সভা থেকে আসে এই সুখবর। তারপর ২২ বছর পার হয়েছে। সেন্ট লুসিয়া টেস্টের আগে ১৩৩ টেস্ট খেলেছে বাংলাদেশ। হেরেছে ৯৯ টি ম্যাচ, জয় ১৬ ও ড্র ১৮টি


২২ বছর অতিবাহিত হওয়ার পর বাংলাদেশের টেস্ট সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। টেস্টে শীষ্যদের ধারাবাহিক ব্যর্থতায় সমর্থকদের মতোই যেন কোচদের মনও বিষিয়ে উঠেছে। অ্যান্টিগার পর সেন্ট লুসিয়াতেও স্বাগতিকদের চাপে ব্যাকফুটে বাংলাদেশ দল।


ডমিঙ্গোর মতে, বাংলাদেশের টেস্টের সংস্কৃতি যেখানে থাকা উচিত ছিল, সেখানে নেই। এই ফরম্যাটের ক্রিকেটারদের পর্যবেক্ষণে রাখা, বিরতির সময় তাদের অনুশীলনে রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি।


টেস্টে ভালো করতে হলে বিশ^মানের ক্রিকেটার লাগবে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটের ইতিহাস ও সংস্কৃতি বেশ সমৃদ্ধ। অনেক কিংবদন্তির জন্ম দিয়েছে দলটি। বাংলাদেশেও এমন ক্রিকেটার চান ডমিঙ্গো।

তিনি বলেন, ‘উইন্ডিজের টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি আছে। ৮০-৯০ সালের এর দিকে ওরা বিশ্বের সেরা টেস্ট দল ছিল। ওরা জানে কিভাবে টেস্ট খেলতে হবে। ওদের আইকনিক ক্রিকেটার আছে টেস্ট ক্রিকেটের জন্য। যতদিন আমাদের ওই রকম ক্রিকেটার, ওই রকম সিরিজ জয় পাব না। আমাদের টেস্ট সংস্কৃতি যেখানে থাকা উচিত সেখানে নেই।’

টেস্টের অনেক মৌলিক জিনিসেই ঘাটতি আছে বাংলাদেশের। এই প্রোটিয়া কোচ বলেন, ‘টেস্ট দলের অনেক দূর যাওয়া বাকি। মৌলিক জিনিস, টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ দিক। অন্য দলগুলো থেকে আমরা অনেক পিছিয়ে কারণ, আমাদের টেস্ট ম্যাচ সংস্কৃতি সেখানে নেই যেখানে থাকা উচিত।’

বাংলাদেশের পরবর্তী টেস্ট ভারতের বিরুদ্ধে ডিসেম্বরে ঘরের মাঠে। তাই এই টেস্ট পরই বিরতি পড়তে যাচ্ছে। বিরতির এই সময়ে মুমিনুল-তাইজুলদের মনিটরিংয়ের উপর গুরুত্ব দিয়ে ডমিঙ্গো সংবাদ সম্মেলনে বলেছেন, ‘টেস্ট ক্রিকেটারদের মনিটরিং করা খুব গুরুত্বপূর্ণ।

মুমিনুল হয়তো আগামী চার-পাঁচ মাসের জন্য খেলার বাইরে চলে যাবে। আমাদের পরের টেস্ট সিরিজ মনে হয় ভারতের বিপক্ষে। এই সময়টা আমরা অনেক সাদা বলের ক্রিকেট খেলব।

খালেদের কী হবে? এবাদতের কী হবে? তাইজুলের কী হবে আগামী চার-পাঁচ মাস? ভারতের বিপক্ষে টেস্ট তো সহজ হবে না। ওরা কি ঘরোয়া ক্রিকেট খেলবে? যারা প্রক্রিয়ার মধ্যে থাকবে না, তাদের দেখাশোনা করতে হবে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।