ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজকে টেস্ট খেলাতে হবে যত্ন নিয়ে

নট আউট স্টাফ
প্রকাশিত: ১৬ জুন ২০২২ ০৩:৪৭

মুস্তাফিজুর রহমান৷ ছবি সংগৃহীত মুস্তাফিজুর রহমান৷ ছবি সংগৃহীত

নট আউট স্টাফ: বাংলাদেশ ক্রিকেটে বর্তমান পেসারদের মধ্যে অন্যমত মুস্তাফিজুর রহমান৷ অভিজ্ঞতা ও পারফরম্যান্সে তাকে ছাড়া বাংলাদেশ দল কিছুটা ছন্নছাড়া৷ তাসকিন-শরিফুলের ইনজুরিতে সেটি আরও স্পষ্ট হয়ে উঠেছে৷ কাটার মাস্টারের খুব একটা ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে খেলছেন উইন্ডিজে টেস্ট সিরিজ৷ বিসিবির পেস বোলিং কোচ মাহবুব জাকি মনে করেন যত্ন নিয়ে মুস্তাফিজকে টেস্ট খেলাতে হবে৷

মুস্তাফিজুরের প্রসঙ্গে জাকি বলেন, আমাদের হাতে প্রচুর আন্তর্জাতিক পেসার রয়েছে এমনটি নয়৷ মুস্তাফিজুরকে যেহেতু খেলাতে হবে তাই তার প্রতি যত্ন নিতে হবে৷ এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নিতে হলে প্রস্তুতি, ম্যানেজমেন্ট সব ক্ষেত্রেই ক্যালকুলেটিভ হতে হবে।’

অতিরিক্ত বোলিং করার কারনে ইনজুরিতে পড়েছেন তাসকিন আহমেদ৷ খেলা হয়নি আফ্রিকাতে দ্বিতীয় টেস্ট এবং ঘরের মাঠে সিরিজ৷ খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ে এই কোচ বলেন, মুস্তাফিজরা আমাদের সম্পদ৷ আমাদের যেহেতু খুব বেশি বিকল্প নেই তাই কয়টা ম্যাচ খেলাবেন, কোন ম্যাচে বিশ্রাম দিবেন, কিভাবে রিহ্যাবে আনবেন সবকিছু হিসাব করেই খেলাতে হবে। ম্যাচ জিততে চাইলে এদের বিকল্প নেই৷ ফলে তাদের নিয়ে সতর্ক থাকতে হবে৷

তরুণ পেসারদের বেশি ম্যাচ সুযোগ দেওয়ার পক্ষে জাকি৷ তিনি যোগ করেন, মুস্তাফিজ, তাসকিন সিনিয়র৷ শরিফুল, এবাদত, খালেদ ঢুকেছে। এ ক্ষেত্রে সিনিয়র দুইজন যেহেতু আছে বাকিদের ম্যানেজ করে খেলাতে হবে। তরুণ যারা আছে তারা অনেক ম্যাচ খেলতে পারবে কারণ তারা ঢুকেছেই মাত্র কিছুদিন হল। সিনিয়রদের ম্যানেজ করে খেলাতে হবে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।