ঢাকা | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৪ ২০:২৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলমান নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৭ উইকেটের পরাজয়ে বড় হোঁচট খেয়েছিল বাংলাদেশ। এরপর ঘুরে দাঁড়ানোর মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে জয় পায় টাইগ্রেসরা। এবার সেমিফাইনাল নিশ্চিতের জটিল সমীকরণের মারপ্যাঁচে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১১৪ রানের বড় ব্যবধানে জিতেছে নিগার সুলতানার দল।

 

বুধবার (২৪ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে মুর্শিদার ৫৯ বলে ৮০ এবং নিগার সুলতানা জ্যোতির ৩৭ বলে ৬২ রানে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। এর আগে, ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে ২ উইকেটে ২৫৫ রান করেছিল টাইগ্রেসরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে থামে মালয়েশিয়ার ইনিংস। ১১৪ রানের এই জয়ের পর বাংলাদেশের রান রেটে ১ দশমিক ৯৭১। অন্যদিকে টেবিলের তিনে থাকা থাইল্যান্ডের রানরেট ০ দশমিক ০৯৮। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা-থাইল্যান্ডের মধ্যকার ফল যাই হোক না কেন, ‘বি’ গ্রুপে সেরা দুইয়েই থাকছে বাংলাদেশ। আর থাই মেয়েরা স্বাগতিকদের অবিশ্বাস্য কোনো ব্যবধানে হারালে গ্রুপ ‘চ্যাম্পিয়ন’ হয়েও শেষ চারে যেতে পারে বাংলাদেশ। গ্রুপ রানার্স-আপ হলে সেমিফাইনালে ভারতকে পাচ্ছে লাল-সবুজেরা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

স্কটিশদের বিধ্বস্ত করে টেবিলের চূড়ায় টাইগ্রেসরা

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে, রীতিমতো স্কটিশদের বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা। 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্কটিশদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল আগেই। আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র...

হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য— বলেছেন মিতালি

আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’