ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতল আবাহনী ও মোহামেডান

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২ ০৫:০৮

৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হাসান মাহমুদ। ছবি: ওয়ালটন ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হাসান মাহমুদ। ছবি: ওয়ালটন

স্পেশাল করেসপন্ডেন্টঃ বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সোমবার দারুণ এক দিন কেটেছে। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আজ প্রিমিয়ার লিগের তিন ম্যাচেই রুদ্ধশ্বাস লড়াই হয়েছে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী ও মোহামেডান। 

বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনী মাত্র ১ রানে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান প্রয়োজন ছিল গাজীর। তানজিম হাসান সাকিবের প্রথম বলেই রানআউট হন কাজী অনিক। দ্বিতীয় বলে আসে ১ রান। পরের তিন বলে তিনটি চার মেরে ম্যাচে নাটকীয় পরিবর্তন নিয়ে আসেন হাবিব মেহেদী। শেষ বলে ৪ রান দরকার হলেও দৌড়ে ২ রান নিতে পেরেছেন হাবিব মেহেদী। তৃতীয় রান নিতে গিয়ে রানআউট হন হাবিব মেহেদী। ১ রানের হৃদয় ভাঙা পরাজয় বরণ করে গাজী। 

শুরুতে জাকের আলী অনিকের সেঞ্চুরিতে আবাহনী ৭ উইকেটে ৩১১ রান তুলেছিল। জাকের আলী ১০৯, আফিফ ৫০, নাঈম শেখ ৩৫, মুনিম ২৭, হানুমা বিহারী ২৮, মোসাদ্দেক ২৬ রান করেন। জবাবে ৩১০ রানে অলআউট হয় গাজী। মেহেদী মারুফ ৮২, আল-আমিন ৯২, আকবর আলী ৩৯, ফরহাদ ২৭, মাহমুদুল হাসান ২১ রান করেন। আবাহনীর সেঞ্চুরিয়ান জাকের আলী ম্যাচ সেরা হন। 

বিকেএসপির ৪ নম্বর মাঠে মোহামেডান ৫ রানে পরাজিত করেছে সিটি ক্লাবকে। ২২৯ রানের টার্গেটে খেলতে নামা সিটি ক্লাব ২০৪ রানে হারিয়ে বসে নবম উইকেট। শেষ ব্যাটসম্যান শাহরিয়ার আলম মাহিমকে নিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান অধিনায়ক জাওয়াদ রুয়েন। কিন্তু ম্যাচটা শেষ করতে পারেননি তিনি, ৪৯তম ওভারে সৌম্য সরকারের শিকার হন রুয়েন। 

পাকিস্তানের মোহাম্মদ হাফিজের জায়গায় আসা কুশল মেন্ডিসকে নিয়ে খেলতে নামা মোহামেডান ৯ উইকেটে ২২৮ রান তুলেছিল। কুশল মেন্ডিস ৮ রান করে আউট হন। আব্দুল মজিদ ৬৪, রনি ২৪, রুবেল মিয়া ২৪, শুভাগত হোম ৫৯, ইয়াসিন আরাফাত অপরাজিত ২৬ রান করেন। জবাবে ৪৮.৪ ওভারে ২২৩ রানে অলআউট হয় সিটি ক্লাব। তৌফিক খান ৫০, রুয়েন ৬৯, রাজিবুল ২৪ রান করেন। মোহামেডানের হাসান মাহমুদ ৪৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। 

মিরপুর স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সকে ৪ রানে হারিয়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগে ব্যাট করে ইমরুল কায়েসের দল ২০২ রান করেছিল। জবাবে ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৮ রানের বেশি করতে পারেনি রূপগঞ্জ টাইগার্স।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...