ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ট্রফি জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিলো: বাবর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ০২:২৯

চ্যাম্পিয়ন পাকিস্তান। ছবি সংগৃহীত চ্যাম্পিয়ন পাকিস্তান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজে তিন দলের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাবরের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দল। এই ট্রফি জয় নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাবর আজম।

 

ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়ের পর বাবর বললেন, ‘বড় ইভেন্টের আগে দল হিসেবে আমরা দারুণ আত্মবিশ্বাস পেলাম এবং আমাদের আশা, এই মোমেন্টাম নিয়ে সামনে আগাতে পারবো।’

 

পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে সমালোচনা করেন দেশটির অনেক সাবেক ক্রিকেটার। দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও অভিযোগ রয়েছে অনেকের। শেষ পর্যন্ত সেই ব্যাটাররাই পাকিস্তানের ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছে। 

 

দলের মিডল অর্ডার প্রসঙ্গে বাবর বলেন, ‘ব্যাটসম্যানরা ছিল দুর্দান্ত, বিশেষ করে মিডল অর্ডার তাদের কাজটা দারুণভাবে করেছে। যেভাবে নওয়াজ ও হায়দার খেলছে, তা অসাধারণ। মিডল অর্ডার ব্যাটসম্যানরা এভাবে এগিয়ে আসবে, এমন কিছুই তো চান আপনি।’


আগামী ১৭ অক্টোবর ইংল্যান্ড ও ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর মেলবোর্নে ভারতের বিপক্ষে উত্তাপ ছড়ানো ম্যাচ খেলবে তারা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

হেসেখেলেই পাকিস্তানকে হারাল কিউইরা

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাসলেই হাসে পাকিস্তান। এই কথাটিই যেন পাকিস্তানের...

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ ‘১৬৭’

রিজওয়ান-বাবরের উদ্বোধনী জুটিতেই ৫২ রান। এরপর ২২ রান করা বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে দিনে...