ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ২১:১৭

চ্যাম্পিয়ন পাকিস্তান৷ ছবি সংগৃহীত চ্যাম্পিয়ন পাকিস্তান৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান৷ ১৪ অক্টোবর (শুক্রবার) ফাইনালে স্বাগতিকদের দেওয়া ১৬৪ রানের টার্গেট ৫ উইকেট হাতে রেখে টপকে যায় বাবর আজমের দল৷ 

দলের ম্যানেজম্যান্ট এবং সমর্থকদের জন্য বড় স্বস্তি মিডল অর্ডার ব্যাটারদের ছন্দে ফেরা৷ কেননা এই পজিশনে থাকা খেলোয়াড়দের নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপক৷

শুক্রবার ফাইনালে নিউজিল্যান্ডের দেওয়া ১৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই আউট হয়েছিলেন কাপ্তান বাবর৷ নাম্বার ওয়ান টি-টোয়েন্টি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও প্রায় চাপে ফেলে দিয়েছিল দলকে৷ ঠিক যেমনটি হয়েছিল এশিয়া কাপের ফাইনালে৷ শান মাসুদও খেলতে পারেননি আক্রমণাত্মক ক্রিকেট৷ ১৯ বলে ২১ রানে আউট হয়ে ফিরেন সাঝঘরে৷

রান ও বলের সমীকরণে বিধ্বস্তের পথে যখন পাকিস্তান তখন ত্রাণ কর্তা হিসেবে ঝড়ের গতিতে রান তুলেছেন হায়দার আলী৷ ৩ চার ও ২ ছয়ে তিনি করেছেন ১৫ বলে ৩১ রান৷ তার আউটের পর আসিফ আলী নিজের দ্বিতীয় বলে আউট হলেও ইফতিখার আহমেদকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মোহাম্মদ নাওয়াজ৷ নাওয়াজ ৩৮ ও ইফতিখার অপরাজিত ছিলেন ২৫ রানে ৷

এই টূর্ণামেন্টে নিজেদের পাঁচ ম্যাচের চারটি জিতেছে বাবর আজমের দল৷ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সমান সংখ্যক দুইটি করে জয় পেয়েছে দলটি৷ সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারানোর পরদিন নিউজিল্যান্ডের বিপক্ষে দলটি জয় পেয়েছিল ৬ উইকেটে৷ অবশ্য তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের সঙ্গে লজ্জার রেকর্ড গড়েছিল দলটি৷ সেই ম্যাচে কোন ছয় মারতে পারেনি পাকিস্তান দল৷ যা গত ৮ বছরে প্রথমবার৷ পরের ম্যাচে অবশ্য বাংলাদেশের বিপক্ষে জয়ে ফিরেছে দলটি৷ বাংলাদেশের নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তান জয় পেয়েছিল ৫ উইকেটে৷

 

 

বৈশ্বিক আসরে সবসময় ফেভারিটদের অন্যতম পাকিস্তান৷ এবারের আসরের আগে এমন প্রাপ্তি নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়াবে পুরো দলের৷

 

-নট আউট/এমআরএস

 

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

হেসেখেলেই পাকিস্তানকে হারাল কিউইরা

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাসলেই হাসে পাকিস্তান। এই কথাটিই যেন পাকিস্তানের...

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ ‘১৬৭’

রিজওয়ান-বাবরের উদ্বোধনী জুটিতেই ৫২ রান। এরপর ২২ রান করা বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে দিনে...