ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সাকিবের বিপক্ষে ব্যাটিংয়ে তামিমের বরিশাল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৩

ব্যাটিংয়ে ফরচুন বরিশাল। ছবি: বিসিবি ব্যাটিংয়ে ফরচুন বরিশাল। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সাকিবের রংপুর রাইডার্স। এদিকে সিলেটের কাছে আজ হারলেও পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও শেষ চার অনেকটাই নিশ্চিত। বাকি দুই স্পটের জন্য লড়াইটা মূলত তিন দলের। শেষ চারের এই লড়াইয়ে থাকা তিন দল হচ্ছে যথাক্রমে খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

উড়তে থাকা রংপুর রাইডার্সকে হারাতে পারলেই তাই শেষ চারের পথটা সুগম হবে তামিমের ফরচুন বরিশালের। এছাড়া দলটির শেষ ম্যাচটি আবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। তাই অনেকটা কঠিন পথ পাড়ি দিতে হবে দলটিকে। এমন সমীকরণ মাথায় নিয়ে সাগরিকায় সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে তামিমের ফরচুন বরিশাল। টস ভাগ্যটাও এদিন সহায় হয়েছে বরিশালের অধিনায়কের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বরিশাল। আহমেদ শেহজাদের জায়গায় থমাস ব্যান্টন এবং খালেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি।

অন্যদিকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে শীর্ষে থাকা রংপুর। দেশি ক্রিকেটারদের মধ্যে একাদশ থেকে বাদ পড়েছেন রনি তালুকদার ও হাসান মুরাদ এবং একাদশে সুযোগ পেয়েছেন মুমিনুল হক ও আবু হায়দার রনি। 

রংপুর রাইডার্স একাদশ : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুমিনুল হক, শেখ মেহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, ডোয়েন পিটোরিয়াস, জিমি নিশাম, টম মুরস ও ব্যান্ডন কিং।

ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, থমাস ব্যান্টন, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ওবেদ ম্যাককয়, কেশব মহারাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...