ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাতে মুস্তাফিজের দিল্লির মুখোমুখি লিটনের কলকাতা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩ ২১:৩৮

লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয়ের দেখা পায়নি মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে দিল্লি হেরেছে সবকটিতেই। অন্যদিকে লিটন দাসের কলকাতা নাইট রাইডার্স সমান ম্যাচ খেলে জয়ের স্বাদ পেয়েছে মাত্র ২ ম্যাচে। ঘুরে দাঁড়ানোর মিশনে রবিবার রাতে মুস্তাফিজের দিল্লির মুখোমুখি হচ্ছে লিটনের কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত আটটায়।

দিল্লির হয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। তবে এই টাইগার তারকা দুই ম্যাচেই ভক্তদের করেছেন হতাশ। মুম্বাইয়ের বিপক্ষে চলতি সিজনে প্রথম ম্যাচ খেলতে নেমে ৪ ওভারে ৩৮ রান খরচায় নিয়েছিলেন রোহিত শর্মার উইকেট। পরের ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৩ ওভারে খরচ করেছিলেন ৪১ রান। ছিলেন উইকেট শূন্য। 

অন্যদিকে জাতীয় দলের ব্যস্ততা থাকায় খানিকটা দেরিতে কেকেআরের স্কোয়াডে যোগ দিয়েছেন লিটন দাস। তবে লিটন যোগ দেওয়ার পর কলকাতা দুই ম্যাচ খেললেও একাদশে সুযোগ হয়নি লিটনের। এদিকে কলকাতার জার্সিতে নিয়মিত সুযোগ পাওয়া আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ করেই চলেছেন হতাশ। তাই মুস্তাফিজের দিল্লির বিপক্ষেই আইপিএলে অভিষেক হওয়ার সম্ভবনা উঁকি দিচ্ছে লিটন দাসের।

এদিক আইপিএলের ইতিহাসে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত একে অপরের মুখোমুখি হয়েছে ৩১টি ম্যাচ খেলেছে। যেখানে ১৬ ম্যাচেই জয় পায় কলকাতা, অন্যদিকে ১৪ ম্যাচে জয় তুলে নেয় দিল্লি। বাকি এক ম্যাচ যায় ভেস্তে। শেষ পাঁচবারের দেখায় অবশ্য এগিয়ে রয়েছে দিল্লি। তিন বার জিতেছে তারা।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...