ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

৩১ মার্চ পর্দা উঠছে আইপিএলের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৭

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৩১ মার্চ। দীর্ঘ দুই মাস ধরে চলা ফ্র‍্যাঞ্চাইজি এই লিগের পর্দা নামবে ফাইনালের মধ্য দিয়ে আগামী ২৮ মে। আসন্ন এই আসরের জন্য ইতিমধ্যেই সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। নিজেদের প্রথম আসরেই এসেই ট্রফি উঁচিয়ে ধরে হার্দিক পান্ডিয়ার দল। প্রথম ম্যাচে গুজরাটের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

এদিকে পরেরদিনই মাঠে নামছে সাকিব-লিটনের কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। এছাড়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস লড়বে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। করোনার ধাক্কা সামলে আবারও শুরু হচ্ছে আইপিএলে হোম-অ্যাওয়ে ফরম্যাটে খেলা।

আইপিএলে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

গ্রুপ পর্যায়ে সব মিলিয়ে মোট অনুষ্ঠিত হবে ৭০টি ম্যাচ।  এবারের আইপিএলেও গতবারের ন্যায় দু’টি গ্রুপ রয়েছে। গ্রুপ এ’র পাঁচটি দল হলো-মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। গ্রুপ বি’র পাঁচ দল-চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও গুজরাট টাইটান্স।

উল্লেখ্য, আইপিএলের ১৬তম আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার করবে দেশের প্রতিনিধিত্ব। আগের বার দিল্লির জার্সিতে মাঠ মাতানো মুস্তাফিজকে ধরে রেখেছে ফ্র‍্যাঞ্চাইজিটি। অন্যদিকে নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স। এছাড়া প্রথমবারের মতো আইপিএলে ডাক পেয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। খেলবে সাকিবদের দলের হয়ে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...