ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

তামিমের পর টি-টেনের ড্রাফটে মোস্তাফিজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ ১০:৩০

মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আরব আমিরাত টি-টেন লীগের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। সোমবার রাতে এক বিবৃতিতে নিশ্চিত করেছে টি-টেন লিগ কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে এর আগে টি-টেন লীগের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টেন লীগের এই প্লেয়ার্স ড্রাফট।

মোস্তাফিজুর রহমান ছাড়াও ড্রাফটে নিজেদের নাম নিবন্ধন করেছেন আরও কয়েকজন তারকা বোলার। তাঁদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার দুশমেন্থ চামিরা, দুই ইংলিশ পেসার ডেভিড উইলি ও টাইমাল মিলস ও দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার তাবরেজ শামসি।

 

টি-টেন লিগের প্রথম আসরেও (২০১৭) দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতিকে দলে টেনেছিল টি-টেনের দল বেঙ্গল টাইগার্স। তবে এই পেসারকে টি-টেন লিগে খেলার অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে টি-টেনের দল বাংলা টাইগার্স ইতোমধ্যে আইকন ও অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা  করেছে। আগামী ২৩ নভেম্বর পর্দা উঠবে এবারের আসরের। আগামী ৪ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি-টেন লিগের ষষ্ঠ আসরের। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...