ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শান্ত-সৌম্যরা এখনও শিখছেন, রাখছেন ইমপ্যাক্ট!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২ ০৬:২৫

নাজমুল শান্ত ও সৌম্য সরকার। ফাইল ছবি নাজমুল শান্ত ও সৌম্য সরকার। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মুদ্রার দুই পিঠই দেখেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবরা পেয়েছিল দুরন্ত জয়। তবে দ্বিতীয় ম্যাচেই প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাতেই সেমিফাইনাল খেলার স্বপ্ন অনেকটা ফিঁকে হয়ে গেছে লিটন-সৌম্যদের। 

শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে এবার চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ে। যে দলটি আগের ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে চমক। টি-টোয়েন্টির অতীত পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা বললেও, সাম্প্রতিক পরিসংখ্যানে অবশ্য এগিয়ে জিম্বাবুইয়ানরাই। সবশেষ দেখায় বাংলাদেশকে সিরিজ হারানোর সুখস্মৃতি রয়েছে আরভিন-রাজাদের। 

জিম্বাবুয়ে ম্যাচের আগে বরাবরের মতোই আলোচনায় টাইগারদের টপ অর্ডার। দীর্ঘদিন ধরেই সংগ্রাম করে আসা বাংলাদেশের টপ অর্ডার, চলমান বিশ্বকাপেও খুব একটা আলো ছড়াতে ব্যর্থ হয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ওপেনিংয়ে দারুণ শুরুর পরও সৌম্য-শান্ত'র জুটিতে এসেছিল ৪৩ রান। পরেরটায় অবশ্য ২৭ রানেই থেমেছে এই জুটি। 

উড়তে থাকা জিম্বাবুইয়ানদের মাটিতে নামাতে তাই ব্যাটিংয়ে মূখ্য ভূমিকাই পালন করতে হবে সৌম্য-শান্ত তথা বাংলাদেশের টপ অর্ডারকে। জিম্বাবুয়ে ম্যাচেও বাংলাদেশের ইনিংস শুরুর দায়িত্বটা থাকছে সৌম্য-শান্তর কাঁধে তা একপ্রকার নিশ্চিতই বলা চলে৷ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরামও দিয়েছেন সেই ইঙ্গিত। 

তিনি বলেছেন, ‘আপনারা এখনও ওপেনিং জুটি নিয়ে পড়ে আছেন। আমরা প্রথম ম্যাচে ৪৭ রান পেয়েছি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ২ ওভারে ২৬ রান তুলেছি। আমি মনে করি ওপেনিং জুটি এখন সেটেল্ড। ওরা এখন যত বেশি ম্যাচ একসঙ্গে খেলবে, ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে এমনকি আরও বেশি ম্যাচ, অভিজ্ঞতা পাবে ততই তারা শিখবে, ভালো করতে পারবে।’

বাংলাদেশের বিপক্ষে দুই রানেই ওপেনিং জুটি ভাঙলেও, কুইন্টন ডি কক ও রাইলি রুশোর রেকর্ড জুটিতে ভর করে দুইশ'র বেশি স্কোর করেছিল প্রোটিয়ারা। শ্রীধরণ শ্রীরামও মনে করেন শান্ত-সৌম্যরা এখনও শিখছেন। তাঁরাও রুশো কিংবা ককের মতো সুযোগ কাজে লাগাবেন বলে বিশ্বাস করেন তিনি।

শ্রীরাম আরও বলেছেন, ‘সব বড় ক্রিকেটাররাই এভাবে শিখে। কুইন্টন ডি কক এবং রাইলি রুশোরা এভাবে শিখেই এখন সুযোগ পেলে কাজে লাগাচ্ছে। ইমপ্যাক্ট রাখছে, যা আমরা খুঁজছিলাম। এটা এখন শান্ত আর সৌম্যের শেখার সময়। আমি মনে করি তারা এটা করছে।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...