ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্রিটোরিয়াস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ০৫:০৭

বিশ্বকাপ খেলা হচ্ছে না প্রিটোরিয়াসের৷ ফাইল ছবি বিশ্বকাপ খেলা হচ্ছে না প্রিটোরিয়াসের৷ ফাইল ছবি

নট আউট ডেস্কঃ গত মঙ্গলবার ইন্দোরে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বৃদ্ধাঙ্গুলে চোট পান প্রোটিয়া তারকা ডোয়াইন প্রিটোরিয়াস। আর তাতেই কপাল পুড়েছে এই তারকা অলরাউন্ডারের। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ ত বটেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন প্রিটোরিয়াস। 

প্রিটোরিয়াসের সর্বনাশ, পোষ মাস হয়ে এসেছে আরেক প্রোটিয়া অলরাউন্ডার মার্কো জেনসেনের জন্য। ইতিমধ্যেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। প্রোটিয়াদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেলেও, জেনসেনের জায়গা হয়েছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে। তাই প্রিটোরিয়াসের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে ডাক পাওয়ার দৌড়েও রয়েছেন তারকা অলরাউন্ডার। 

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান চিকিৎসক শুয়াইব মাঞ্জরা জানিয়েছেন, ‘এ ধরনের চোটে সাধারণত অস্ত্রোপচার প্রয়োজন হয়। দক্ষিণ আফ্রিকায় ফেরার পর ডোয়াইনকে একজন শল্যবিদের পরামর্শ নিতে হবে।’ ভারতের বিপক্ষে ওয়ানডে দলে প্রিটোরিয়াসের বদলি হিসেবে ডাকা হয়েছে পেসার মার্কো জেনসেনকে।'

প্রিটোরিয়াসের ছিটকে যাওয়া বড় ধাক্কাই হয়ে এসেছে দক্ষিণ আফ্রিকার জন্য। এর আগে ইনফর্ম তারকা র‍্যাসি ভ্যান ডার ডুসেন চোটের কারণে জায়গায় পায়নি প্রোটিয়াদের বিশ্বকাপ দলে। 

 

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনন্ড্রিক্স, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার,, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরেজ শামসি ও ত্রিস্তান স্টাবস।

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...