ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য ফাইনালিস্টের নাম জানালেন পন্টিং

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২২ ০৭:১৮

রিকি পন্টিং। ফাইল ছবি রিকি পন্টিং। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসবে অস্ট্রেলিয়াতে। বিশ্বকাপের এখনো মাস তিনেক বাকি থাকলেও, দলগুলো ইতিমধ্যেই শুরু করে দিয়েছে দল গুছানোর প্রস্তুতি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে কে? এই নিয়ে বরাবরই সাবেকরা করে থাকেন ভবিষৎবাণী। 

এবার সবার আগেই বিশ্বকাপের সম্ভাব্য ফাইনালিস্ট নিয়ে আঁচটা দিয়েই দিলেন বিশ্বকাপ জয়ী অজি কিংবদন্তি রিকি পন্টিং। অজি কিংবদন্তির মতে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াই জিতবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেক্ষেত্রে ভারতকেও বিশ্বকাপের ফাইনালিস্ট মনে করছেন তিনি।

ঘরের মাঠ, চেনা কন্ডিশনে বিশ্বকাপ বলেই এবার হট ফেভারিটের তালিকায় সবার উপরে থাকবে অস্ট্রেলিয়া। আর বরাবরের মতোই ভারত কিংবা ইংল্যান্ডও থাকবে এই তালিকায়। পন্টিংয়ের ভবিষৎবাণীও বলছে সে কথাই। তবে অজি কিংবদন্তি ইংল্যান্ডের প্রশংসা করলেও, মেলবোর্নের ১৩ নভেম্বরের ফাইনালে অস্ট্রেলিয়া ও ভারতকেই দেখছেন তিনি।

আইসিসির আয়োজিত ‘দ্য আইসিসি রিভিউ’ এর সর্বশেষ এপিসোডে পন্টিং বলেন, ‘আমি মনে করি, ভারত ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে। সেখানে ভারতকে হারাবে অস্ট্রেলিয়া। ’

এদিকে ইংল্যান্ডকে ফাইনালে না দেখলেও, দলটির প্রশংসা করেছেন পন্টিং। তিনি আরও বলেন, ‘সাদা-বলের ক্রিকেটে ইংল্যান্ডও দুর্দান্ত দল। আমি মনে করি, কাগজে কলমে তিনটি দল বেশ এগিয়ে। তারা হলো - ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ম্যাচ জেতানোর মতো অনেক খেলোয়াড় রয়েছে তাদের। ’

তবে বাকি দলগুলোও বিশ্বকাপ ছেড়ে কথা বলবে না মনে করেন পন্টিং। তাই ভারত-অস্ট্রেলিয়ার পাশাপাশি পাকিস্তান-নিউজিল্যান্ডের মতো দলগুলোকে ফেভারিটের কাতারে রেখেছেন তিনি। পন্টিং বলেন, ‘নিউজিল্যান্ড, পাকিস্তান কিংবা ওয়েস্ট ইন্ডিজ চাইবে সেই ফাইনালে খেলতে। তাঁরা টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে বেশ মানানসই। এই তিন দলের কেউ যদি ফাইনালে উঠে যায়, তাহলে আমি অবাক হব না।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...