ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণগণনা শুরু

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ জুলাই ২০২২ ০০:৪৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ ছবি সংগৃহীত টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ক্রিকেট যদি হয় একটা সংসার তাহলে সেই সংসারের সবচেয়ে বড় রোমাঞ্চ নিশ্চয়ই বৈশ্বিক আসর৷ বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ যা ইতিহাসে প্রথমবার৷ প্রতিটি প্রথম সবার জন্য বিশেষ৷ ভিন্ন হওয়ার সুযোগ নেই গেলবারের চ্যাম্পিয়নদের কাছে৷ ঠিক ১০০ দিন পর পর্দা উঠবে এই আসরের। এই ‘বিগ টাইম’-এর ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেলো মেলবোর্নের আইকনিক ইয়ার নদীর তীরে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের টার্ফে অবস্থিত সেন্টার পিচে এই আনুষ্ঠানিকতা শুরু হলো। অস্ট্রেলিয়ান তারকা অ্যারন ফিঞ্চ, জর্জিয়া ওয়ারহ্যাম ও টায়লা ভ্লামেনিকের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি ট্যুরের উদ্বোধন করেন শেন ওয়াটসন, ওয়াকার ইউনুস ও মর্নে মরকেলের মতো ক্রিকেট লিজেন্ডরা।


চারটি মহাদেশের ১৩টি দেশের ৩৫টি স্থানে এই ট্রফি ট্যুর হবে। এবারই প্রথম সবচেয়ে বেশি জায়গায় ভ্রমণ করবে ট্রফি। প্রথমবার এটি স্পর্শ করবে ফিজি, ফিনল্যান্ড, জার্মানি, ঘানা, ইন্দোনেশিয়া, জাপান, নামিবিয়া, নেপাল, সিঙ্গাপুর ও ভানুয়াতুতে।

মেলবোর্নে শুরু হওয়া ট্রফি বিশ্ব পরিভ্রমণ করে থামবে ১৬ অক্টোবর জিলংয়ে, যেদিন শুরু হবে প্রথম ম্যাচ।

আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে অস্ট্রেলিয়ায় ১৬ দল আসছে, এটা সত্যিই রোমাঞ্চকর।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...