ঢাকা | বুধবার, ১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রত্যাবর্তনের ম্যাচে মাইলফলকের সামনে দাঁড়িয়ে কোহলি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৪ ১৫:০৫

অনুশীলনে ফিরলেন কোহলি। গেটি ইমেজ অনুশীলনে ফিরলেন কোহলি। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ২০২২ সালের নভেম্বরে বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার ভারতের জার্সিতে টি-টোয়েন্টি খেলেন বিরাট কোহলি। এরপর দীর্ঘ প্রায় ১৪ মাস এই ফরম্যাটে ব্রাত্যই ছিলেন এই তারকা ব্যাটার। সব ঠিক থাকলে আজ (রবিবার) সন্ধ্যায় ফের টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরতে যাচ্ছেন বিরাট কোহলি।

আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের সিরিজের ভারত দলে ফিরেছিলেন কোহলি। কিন্তু ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে খেলা হয়নি তার। যদিও কোহলিকে ছাড়াই দাপুটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। কোহলির প্রত্যাবর্তনের ম্যাচে তাই সিরিজ জয়ের সুযোগ স্বাগতিকদের সামনে। এদিকে এমন ম্যাচেই দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। 

 আজ মাত্র ৩৫ রান করলেই ভারতের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন বিরাট কোহলি। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ৪০ এর বেশি গড়ে কোহলির রান এখন ১১৯৬৫। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক কোহলি ৩৫ রান করতে পারলেই, বিশ্বের চর্তুথ ক্রিকেটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে প্রায় সাড়ে চারশ ৩৬ গড়ে এই ক্যারিবীয় তারকা করেছেন ১৪৫৬২ রান। এই তালিকায় দুইয়ে আছেন সাবেক পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক। ৪৮৬ ইনিংস ব্যাট করে প্রায় ৩৬ এর বেশি গড়ে পাক তারকার রান ১২৯৯৩। তালিকায় তিনে আছেন আরেক ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড। ৫৬৭ ইনিংসে ৩১ গড়ে পোলার্ডের রান ১২৪৩০। তালিকার চারে থাকা বিরাটের রান সংখ্যা এখন ১১৯৬৫৷ পাঁচে আছেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। ৪২৩ ইনিংসে ৩০ গড়ে হেলসের রান ১১৭৬৪। 

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷