ঢাকা | বুধবার, ১ মে ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

জিম্বাবুয়েকে নাচিয়ে ছাড়লো হাসারাঙ্গা, সিরিজ শ্রীলঙ্কার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৪ ২৩:১৬

ক্যারিয়ার সেরা বোলিং করলেন হাসারাঙ্গা। গেটি ইমেজ ক্যারিয়ার সেরা বোলিং করলেন হাসারাঙ্গা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়, স্বাগতিক শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের তৃতীয় ওয়ানডে হয়ে দাঁড়িয়েছিল সিরিজ নিষ্পত্তির। যদিও দ্বিতীয় ওয়ানডে জেতা শ্রীলঙ্কার সিরিজ খোয়ানোর ভয়টা অন্তত ছিল না। অন্যদিকে জিতলেই জিম্বাবুয়ের সামনে সুযোগ ছিল সমতায় সিরিজ শেষ করার। দীর্ঘ প্রায় ৬ মাস খেলতে নামা লঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা একাই গড়ে দেন ম্যাচের পার্থক্য। কার্টেল ওভারের ম্যাচে বড় জয়ে সিরিজটাও নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। 

কলম্বোয় এদিন আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে শুরু থেকেই ছেপে ধরেন হাসারাঙ্গা। দুই দফা বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ২৭ ওভারে। কিন্তু হাসারাঙ্গার ঘূর্ণিতে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১৯ রানে হাসারাঙ্গা শিকার করেন ৭ জিম্বাবুইয়ানকে। জবাব দিতে নেমে অধিনায়ক কুশল মেন্ডিস করেন ঝোড়ো ফিফটি। তাতেই ৬৬ বল ও ৮ উইকেট হাতে রেখে বড় জয় তুলে নেয় শ্রীলঙ্কা। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷