ঢাকা | বুধবার, ১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৪ ১৮:৪২

ছিটকে গেলেন রশিদ খান। ফাইল ছবি ছিটকে গেলেন রশিদ খান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আগামীকাল থেকে শুরু হবে ভারত ও আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ মাঠে গড়ানোর আগেই বড় ধাক্কা খেয়েছে সফরকারীরা। চোটের কারণে ভারত সফর শেষ তারকা ক্রিকেটার রশিদ খানের। আফগানদের ভারপ্রাপ্ত অধিনায়ক ইব্রাহিম জাদরান বুধবার রশিদের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাস খানেক আগেই পিঠের অস্ত্রোপচার হয়েছিল রশিদ খানের। দলের সঙ্গে ভারত সফরে এলেও পুরোপুরি সেরে না উঠায় ছিটকে গেলেন সিরিজ থেকেই। অবশ্য রশিদ খানকে ছাড়াই ভারতকে হারাতে আত্নবিশ্বাসী আফগান অধিনায়ক রশিদ খান। জানিয়েছেন, রশিদ খানের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হলেও, তাকে ছাড়াই লড়াই করতে প্রস্তুত আফগানিস্তান। 

ইব্রাহিম জাদরান বলেছেন, ‘সে পুরোপুরি ফিট নয়, তবে দলের সঙ্গে আছে। আশা করছি, প্রত্যাশা অনুযায়ী সে দ্রুত ফিট হয়ে উঠবে। চিকিৎসকের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সিরিজে আমরা তাকে মিস করব। রশিদ ছাড়া আমরা ভুগব, কারণ তার অভিজ্ঞতা আমাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। তবে এটা ক্রিকেট এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’

রশিদ খানকে ছাড়াই ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার ব্যাপারে আশাবাদী ইব্রাহিম। তিনি আরও বলেছেন, ‘ভারতের বিপক্ষে তাদের মাটিতে খেলা কঠিন কাজ। তবে তাদের বিপক্ষে ভালো খেলতে এবং নিজেদের সামর্থ্য দেখাতে আমরা এখানে এসেছি। আমাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে, সবাই ভালো ক্রিকেট খেলেছে। তাই আমি নিশ্চিত, তারা ভালো খেলবে। ভারতের বিপক্ষে ভালো একটি সিরিজ খেলব আমরা।’

 

-নট আউট/টিএ 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷