ঢাকা | বুধবার, ১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দীর্ঘ ৩ বছর পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ম্যাথিউস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৪ ২৩:০৯

দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ফাইল ছবি দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউসসহ বিশ্বকাপ খেলা প্রায় হাফ ডজন ক্রিকেটারের। তবে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখেই দীর্ঘ প্রায় ৩ বছর পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে সাবেক অধিনায়ককে। ম্যাথিউস ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন একাধিক ক্রিকেটার।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার ১৬ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। যেখানে দলে ফেরানো হয় অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। ২০২১ সালে সবশেষ শ্রীলঙ্কার জার্সিতে খেলেছিলেন তিনি। ম্যাথিউসের মতো দীর্ঘ প্রায় তিন বছর পর দলে ডাক পেয়েছেন দুই স্পিনার আকিলা ধনাঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস।

এদিকে জিম্বাবুয়ে সিরিজের দলে জায়গা হয়নি দুনিথ ওয়েলালাগে ও চামিকা করুনারত্নের। অন্যদিকে দলে রাখা হলেও ফিটনেস টেস্টে পাশ করলেই ওপেনার প্রাথুম নিসাঙ্কা খেলতে পারবেন জিম্বাবুয়ের বিপক্ষে। এই সিরিজ দিয়েই শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের দায়িত্ব কাঁধে নিবেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধানাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রাথুম নিসাঙ্কা*, মাহিশ থিকশানা, দুশমেন্থ চামিরা, দিলশান মাদুশানকা, মাথিশা পাথিরানা, নুয়ান থুষারা, আকিলা ধনাঞ্জয়া।

 

 

-নট আউট/টিএ 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷