ঢাকা | বুধবার, ১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শ্বাসরুদ্ধকর ম্যাচে তীরে এসে ডুবল জিম্বাবুয়ে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৪ ২৩:২৭

২ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। গেটি ইমেজ ২ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জিম্বাবুয়ের দেওয়া ২০৯ রানের মাঝারি টার্গেট খুব একটা কঠিন ছিল না স্বাগতিক শ্রীলঙ্কার জন্য। কিন্তু জিম্বাবুইয়ান পেসার রিচার্ড এনগারাভার আগুনে বোলিংয়ে দলীয় একশ পার করতেই ৬ উইকেট খুইয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর একাই লড়াই চালান মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা জেনিথ লিয়ানাগে। প্রায় একাই এই ব্যাটার ম্যাচটা বের করে আনেন। 

দলকে লড়াইয়ে রাখার পাশাপাশি লিয়ানাগে ছুটছিলেন শতকের দিকেই। নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে ৯৫ রানে লিয়ানাগে ফিরলে জমে উঠে ম্যাচ। হাতে ২ উইকেট নিয়ে শেষ ৪৫ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩৭ রান। টান টানা উত্তেজনার এই ম্যাচে দুশমেন্থ চামিরা ও জেফরি ভেন্ডার্সের ব্যাটিং শৈলীতে এক ওভার হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷