ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বয়স ৩৮, নির্বাচকদের ভাবনায় তবুও ডু প্লেসি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ মার্চ ২০২৩ ০৪:৪১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার হয়ে ৫০ টি-টোয়েন্টিতে ফ্যাফ ডু প্লেসিসের রান ১৫২৮। প্রায় ১৩৫ স্ট্রাইকরেটে ব্যাট করা এই ক্রিকেটারকে ছাড়া দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে দক্ষিণ আফ্রিকা। তবে এবার ডু প্লেসিসকে নিয়ে আলাদা করে ভাবছে ম্যানেজম্যান্ট।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক এনোচ এনকেউই বলেছেন, ‘আমরা ফ্রিল্যান্স ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে উন্মুখ। রব ওয়ালটার (সাদা বলের কোচ) এই আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে খুবই আগ্রহী। কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রে আমরা ফরম্যাট ভিত্তিক চুক্তির পথে হাঁটছি। সেজন্য এই সুযোগ বিকশিত হচ্ছে।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বোর্ডের সাথে আলোচনা হলেও কোন সিদ্ধান্তে আসতে পারেনি উভয় পক্ষ। তবে নতুন করে আলোচনা শুরু হওয়ায় খুশি বলেই জানা গেছে বিভিন্ন মাধ্যমে। 

২০২১ সালে টেস্ট খেলার পরে ডু প্লেসি আইপিএল, দক্ষিণ আফ্রিকা টি-২০, পিএসএল, সিপিএল, বিপিএল, বিগ ব্যাশ মিলিয়ে ৯০ ইনিংস খেলেছেন। প্রায় ৩৪ গড়ে রান করেছেন তিনি। কিন্তু যখন নিয়মিত তিন ফরম্যাটে খেলেছেন তখন তার গড় ছিল ৩১।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷