ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

চোটে ইংল্যান্ড সফর শেষ তারকা প্রোটিয়া পেসারের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ২১:৩১

চোটে পড়েন অলিভিয়ার৷ ফাইল ছবি চোটে পড়েন অলিভিয়ার৷ ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টকে সামনে রেখে চারদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে গিয়ে চোটে পড়েছেন দলটির তারকা পেসার ডুয়েন অলিভিয়ার। পেশিতে টান পড়া এই পেসার তাই পুরো ইংল্যান্ড সফর থেকেই ছিটকে গেলেন। যার কারণে, সিরিজ শুরুর আগেই দেশের বিমান ধরতে হচ্ছে তাকে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এদিকে দক্ষিণ আফ্রিকা দলের ফিজিও বলেছেন, ‘ডুয়েন (অলিভিয়ার) চার দিনের ম্যাচের তৃতীয় দিনে ইনজুরিতে পড়েন। এমআরআই স্ক্যান করার পর তার পেশীতে সমস্যা ধরা পড়ে। চোটের কারণে কারণে ইংল্যান্ডের বিপক্ষে পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। দেশে ফিরে সেন্ট্রাল লায়ন্স মেডিকেল দলের সঙ্গে পুনর্বাসন শুরু করবেন।’

উল্লেখ্য, তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ লর্ডসে শুরু হবে আগামী বুধবার (১৭ আগস্ট) থেকে৷ সিরিজের বাকি দুই টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ৮ সেপ্টেম্বর থেকে। দ্বিতীয় টেস্ট ম্যানচেস্টারে, তৃতীয় ও শেষ অনুষ্ঠিত হবে কেনিংটন ওভালে।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউইয়া, কিগান পিটারসেন, রায়ান রিকেলটন, এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, খায়া জন্ডো, কাইল ভেরেইনে, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, লুথো সিপামলা, কেশব মহারাজ, গ্লেন্টন স্টুয়ারম্যান, লুঙ্গি এনগিডি ও অ্যানরিখ নরকিয়া।

 

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷