ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তানে টি১০ ক্রিকেট চালুর ঘোষণা আফ্রিদির

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২ ০২:১৫

আমিরাতের পর পাকিস্তানেও দেখা যাবে টি১০ লিগ। ছবি সংগৃহীত। আমিরাতের পর পাকিস্তানেও দেখা যাবে টি১০ লিগ। ছবি সংগৃহীত।

নিউজ ডেস্কঃ বর্তমান সময়ে ক্রিকেট ময়দানে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। নিজেদের ঘরের মাঠে আয়োজন করছে বড় দলগুলোর বিপক্ষে সফল সিরিজ। দেশটির ক্রিকেট উন্নয়নে দারুণভাবেই কাজ করছেন বর্তমান সভাপতি রমিজ রাজা। এবার নিজ দেশের ক্রিকেট উন্নয়নে প্রত্যক্ষভাবেই এগিয়ে আসলেন সাবেক খেলোয়াড় শহীদ আফ্রিদি। সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানেও দেখা যাবে টি১০ লিগ। ১০ ওভারের এই ক্রিকেট প্রতিযোগিতা চালুর ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

এই বছর সেপ্টেম্বরে মাঠে গড়াবে মেগা স্টার্স লিগ (এমএসএল)। শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক অধিনায়ক টুর্নামেন্ট নিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তার সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটাররা।সাবেক ক্রিকেটার, অ্যাথলেট ও ক্রীড়া সাংবাদিকদের পাশে দাঁড়ানোই এই লিগের উদ্দেশ্য বলে জানান আফ্রিদি।

সাবেক এই অলরাউন্ডার বলেছেন, ‘মেগা স্টার্স লিগ একটি বিনোদনমূলক লিগ। রাওয়ালপিন্ডিতে এই বছরের সেপ্টেম্বরে এটি হবে। এই লিগের আবির্ভাবের মূল উদ্দেশ্য হলো আর্থিকভাবে সাবেক ক্রিকেটার, অ্যাথলেট ও ক্রীড়া সাংবাদিকদের সহায়তা করা।’

আরও পড়ুনঃ অন্যন্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল

অনুষ্ঠানে ছিলেন সাবেক লিজেন্ডারি ক্রিকেটার ইনজামাম উল হক, ওয়াকার ইউনুস ও মুশতাক আহমেদরা। তারাও এই টুর্নামেন্টে খেলবেন বলে আশা করা হচ্ছে।

আসন্ন লিগে ছয় দল অংশ নিবে এবং বিদেশি ক্রিকেটারদেরও দেখা যাবে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷