ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পরিশ্রমী শাহিন বিশ্বের সেরা বোলার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২ ২০:১১

সময়ের দুই সেরা খেলোয়াড়। ফাইল ছবি। সময়ের দুই সেরা খেলোয়াড়। ফাইল ছবি।

বিশ্বক্রিকেটে প্রচলিত স্বাভাবিক প্রশ্ন সেরা বোলার কে কিংবা সেরা ব্যাটার কে? এমন প্রশ্নে একেক তারকা একেকজনকে বেঁছে নেন। শেন ওয়াটসন যেমন ব্যাটার হিসেবে বেঁছে নিয়েছেন বিরাট কোহলিকে। তেমনি আফ্রিকান সাবেক গতিতারকা ডেল স্টেইনের মতে সেরা বাবর আজম। 

প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, যশপ্রীত বুমরাহদের রাজত্বে সেরা বোলার কে এটিও সবচেয়ে বড় প্রশ্ন। স্টেইনের সেরা ব্যাটার অবশ্য এদের কাউকেই সেরা বলেন নি। তিনি সেরা মানেন নিজ দেশের শাহিন শাহ্ আফ্রিদিকে। 

আরও পড়ুনঃ সুপার লিগে শেখ জামালে খেলবেন মুশফিক-মিরাজ

পাকিস্তানের তিন ফরম্যাটের নেতা বলেন, 'শাহিন শাহ আফ্রিদিই আমার কাছে এক নম্বর বোলার। সে (ভবিষ্যতে) র‍্যাংকিয়েও প্রথম স্থানে থাকবে। শাহিন যেভাবে পরিশ্রম করে এবং পারফর্ম করছে, এতে সে আরো অনেক দূর এগিয়ে যাবে। 

২২ বছর বয়সী বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি তিন ফরম্যাটেই বোলারদের র‍্যাংকিংয়ের সেরা দশে আছেন। মাত্র তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারেই নিজের জাত চিনিয়েছেন। ২৪ টেস্টে নিয়েছেন ৯৫ উইকেট। এ ছাড়া ৩০ ওয়ানডেতে ৫৯ আর ৪০ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৭ উইকেট। গত বছর সবচেয়ে কম বয়সে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছেন শাহিন। নতুন বলে উইকেট তুলে নেওয়ার দারুণ ক্ষমতা আছে সময়ের সেরা এই পেসারের।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷