ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পাকিস্তান সফরের সূচি প্রকাশ উইন্ডিজের

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২ ২২:৪৮

৩-ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান যাবে উইন্ডিজ। ফাইল ছবি। ৩-ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান যাবে উইন্ডিজ। ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ চলতি বছরের জুনে পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ যেখানে তিনটি ওয়ানডে খেলবে তারা। তিনটি ওয়ানডে ম্যাচই আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

সোমবার (২৮ মার্চ) এই সফরের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৫ জুন পাকিস্তানে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের সবগুলো ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আগামী ৮ জুন মাঠে গড়াবে। সিরিজের বাকী ম্যাচগুলো যথাক্রমে ১০ এবং ১২ জুন অনুষ্ঠিত হবে। এই সিরিজটি গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তানে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সিরিজটি নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি।

সেই সময়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতেই সিরিজটি স্থগিত করা হয়েছিলো। সেই সাথে সিরিজটি পরে আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। যা সেই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ ছিল পিসিবি। যার ফলে সিরিজটি আয়োজনের ব্যাপারে প্রথম পদক্ষেপ নিয়েছে তারা। তবে ডিসেম্বরে তিনটি টি-টোয়েন্টিও অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

২০১৮ সালের এপ্রিলের পর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৬ সালের ডিসেম্বরের পর প্রথমবার দেশটিতে ওয়ানডে খেলবে তারা।

 

- নট আউট/এসআর/ডব্লিউআর।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷