ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ফাইনালে আম্পায়ারের দায়িত্বে ভারতের ‘আনলাকি’ কেটেলবোরো

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩ ২২:০৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ দিন দুয়েক পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকছে তাদের নাম প্রকাশ করেছে আইসিসি। 


মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন দুই ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও রিচার্ড ইলিংওর্থ। ভারতের জন্য আনলাকি হিসেবে বিবেচনা করা হয় কেটেলবোরোকে। 

নকআউট ম্যাচগুলোতে এখন পর্যন্ত ৮ বার আম্পায়ার হিসেবে ছিলেন কেটেলবোরোকে। প্রতিবারই হেরেছে ভারত। 

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া সবকটি ম্যাচেই আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন কেটেলবোরো। এর মধ্যে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ সেমি ফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমি ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেও আম্পায়ারের দায়িত্বে ছিলেন এই ক্যাটেলবোরো।

এরপর ২০১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। সেই ম্যাচেও দুর্ভাগ্য সঙ্গ হয়েছিল ভারতের। এর বাইরে ২০২১ ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হেরে যাওয়া দুটি ম্যাচেই থার্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটেলবোরো।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।