ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

দলের জয়ে অবদান রাখার প্রত্যয়ে দেশ ছাড়লেন এনামুল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩ ১১:১৮

এনামুল হক বিজয়। ফাইল ছবি এনামুল হক বিজয়। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শেষ করবে বাংলাদেশ। আগেই সেমিফাইনালের রেস থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য ম্যাচটা নিয়মরক্ষার হলেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করতে এই ম্যাচটিই হয়ে দাঁড়িয়েছে গুরুত্বপূর্ণ। অজিদের বিপক্ষে মাঠে নামার আগেই বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন এনেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

ইনজুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে তাই শেষ ম্যাচ ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। হঠাৎ দলে সুযোগ পাওহা এনামুল বিশ্বকাপ খেলতে আজ (৮ নভেম্বর) দেশ ছেড়েছেন। দেশ ছাড়ার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন এই তারকা ব্যাটার।

একটা মাত্র ম্যাচ বাকি থাকলেও, এই ম্যাচ ঘিরেই বিজয় বুনছেন স্বপ্ন। সুযোগ পেলে ব্যাট কিংবা ফিল্ডিংয়ে দলের জয়ে ভূমিকা রাখতে চান তিনি। দেশ ছাড়ার আগে এনামুল বলেছেন, ‘বিশ্বকাপে খেলতে যেতে পারাটা ভাগ্যের বিষয়। শেষ ম্যাচ খেলতেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় কথা। যতটুকু পারি অবদান রাখার চেষ্টা করবো সেটা একটা ক্যাচ ধরেই হউক কিংবা ব্যাটিং দিয়েই হউক দলকে জেতাতে চাই।’

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে বিজয়কে না রাখায় অনেকেই বিসিবির করেছিল কঠোর সমালোচনা। তাই দুঃসময়ে সমর্থন করায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন বিজয়। তিনি বলেন, ‘কালকে সন্ধ্যায় টিকিট পাওয়ার পর নিশ্চিত হলো যে যাচ্ছি (বিশ্বকাপ খেলতে)। আল্লাহর ইচ্ছে ছিল তাই যেতে পারছি। সমর্থকদের অনেক ধন্যবাদ। সবসময় আমাকে সাপোর্ট করছে। তাদের এই দোয়াটা যেন আমি কাজে রূপান্তরিত করতে পারি। নিজেকে যতটুকু প্রস্তুত করেছি চেষ্টা করবো মাঠে সেটা প্রয়োগ করার জন্য।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।