ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

গলফ খেলতে গিয়ে মাঠের বাইরে ম্যাক্সওয়েল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩ ১১:৪৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ইনজুরি আর ম্যাক্সওয়েল যেন একই সুতোই গাঁথা। তবে এই অলরাউন্ডার মাঝে মধ্যেই কিছু অদ্ভুতুড়ে ইনজুরিতে পড়েন। এই যেমন বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে দিয়ে পা ভেঙ্গে ফেলা। আবার বিশ্বকাপ চলাকালীন গলফ খেলতে গিয়ে আহত হওয়া। 

 

আগামী ৪ নভেম্বর ম্যাচের আগে বিশ্রামে সময় কাটাতে চেয়েছিল অস্ট্রেলিয়া দল। বিশ্রাম উপভোগ করতে বেঁছে নেওয়া হয়েছিল গলফ কোর্ট। আর গলফ খেলতে গিয়ে আহত হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলা হচ্ছে না ম্যাক্সওয়েলের। 

ম্যাক্সওয়েলের চোটের ব্যাপারে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, 'সে তার চোটের কথা জানানোর ব্যাপারে সৎ ছিল। সে ভালো করছে এবং আজ হালকা ব্যায়াম করবে। ভাগ্যিস এর থেকে বড় কোনো ইনজুরিতে তাকে পড়তে হয়নি। ব্যাটে বলে সে দুর্দান্ত করছে।'

চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বাকি ম্যাচগুলো ডু আর ডাই। এমন সময় ম্যাক্সওয়েলকে না পাওয়া দুঃসবাদই বটে। কেননা ব্যাট হাতে রয়েছেন দারুণ ছন্দে। ৪০ বলে শতক হাকিয়ে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন দিন কয়েক আগেই। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।