ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

'চাপ নিতে না পারলে পাকিস্তানে চলে যাও'

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩ ১৫:০৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ভারতের মাটিতে স্বস্তিতে নেই পাকিস্তান ক্রিকেট দল। ৪ ম্যাচে দুই জয় পেলেও হচ্ছে সমালোচনা। খালি চোখে বোঝা যাচ্ছে ভালোই চাপে রয়েছে বাবর আজমের দল। 

 

বিশ্বকাপ শুরুর আগে ভিসা জটিলতায় পড়েছিল পাকিস্তান। এরপর ভারতের বিপক্ষে ম্যাচে বাবর-রিজওয়ানদের নামে কটুক্তি। গ্যালারীতে পাকিস্তানি সমর্থকদের হয়রানির অভিযোগও উঠেছে। বিশ্বকাপের মত জায়গায় এসব চাপ সহ্য করতে না পারলে পাকিস্তান দলকে বাসায় ফিরতে বললেন ভারতের বিশ্বকাপয়ী সাবেক পেসার শান্তাকুমারন শ্রীশান্ত। 

 

শ্রীশান্ত বলেন, 'ভালো খেললে দর্শকদের থেকে বাহবা পাওয়া যায়। খারাপ খেললে তো সমালোচিত হতে হবেই। একটি দলের দুটি বিষয়ে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মাহি (ধোনি) ভাই এই কারণে সবসময় প্রক্রিয়া মেনে চলার ওপর জোর দিতেন।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।