ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ভাইরাসে আক্রান্ত পাকিস্তানের একাধিক তারকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ১১:৫৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বিশ্বকাপটা মনের মতই শুরু হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের৷ প্রথম দুই ম্যাচেই এসেছিল জয়৷ তবে তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হারের ফলে চাপে পড়েছে দলটি৷

আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান৷ অজিরা প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে পেয়েছে জয়৷ এই ম্যাচে তাই জয়ের বিকল্প নেই ওয়ার্নারদের৷

এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ভাইরাস আক্রান্ত হয়েছেন পাকিস্তানের একাধিক ক্রিকেটার৷

রোববার বেঙ্গালুরুতে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। সোমবার হালকা অনুশীলন করেন বাবর আজমরা। সূচি অনুযায়ী মঙ্গলবারও অনুশীলন করার কথা ছিল। কিন্তু পাকিস্তান দলের পক্ষ থেকে অনুশীলন বাতিল করা হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার এহসান ইফতিকার বলেছেন, আমাদের কয়েক জন ক্রিকেটারের জ্বর হয়েছে। তারা কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন। তবে অনেকে সুস্থ হয়েছেন। যারা এখনও সুস্থ হয়নি তাদের দেখভাল করা হচ্ছে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।