ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

এক সেঞ্চুরিতে রেকর্ড বুক ওলটপালট করলেন রোহিত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩ ১০:৪০

দারুণ এক সেঞ্চুরি হাঁকান রোহিত। গেটি ইমেজ দারুণ এক সেঞ্চুরি হাঁকান রোহিত। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বিশ্বকাপ এলেই সেঞ্চুরি করাটা যেন ডালভাত হয়ে ভারতীয় তারকা রোহিত শর্মার। গত ওয়ানডে বিশ্বকাপে একের পর এক সেঞ্চুরি তুলে নেওয়া রোহিত, এই বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচেই তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তাতেই রেকর্ড বুকটা যেন ওলটপালট করে দিলেন ভারতীয় অধিনায়ক। আফগানদের ৮ উইকেটে হারানোর দিনে মাত্র ৬৩ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা। তাতেই আরেক ভারতীয় শচীন টেন্ডুলকারকে টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৭ সেঞ্চুরির মালিক বনে গেছেন রোহিত শর্মা।

ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জেতা শচীন বিশ্ব মঞ্চে হাঁকিয়েছেন মোট ৬টি সেঞ্চুরি। যা কিনা ছিল এতোদিন বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ড। যদিও ২০১৯ বিশ্বকাপে শচীনের সেই রেকর্ডে ভাগ বসান রোহিত শর্মা। এবার আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি এককভাবেই সেই রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন তিনি। এছাড়া বিশ্বকাপের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তিনে অবস্থান করছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিং। দু'জনই সমান ৫টি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন।

এদিকে শচীনের রেকর্ড ভাঙার দিনে ওয়ানডেতে ওপেনার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকাতেও রোহিত শর্মা উঠে এসেছেন দুই নম্বরে। এখানেও অবশ্য রোহিত শর্মার সামনে রয়েছেন কেবল শচীন টেন্ডুলকার। ওপেনার হিসেবে এখন পর্যন্ত ২৯টি সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। অন্যদিকে ওপেনার হিসেবে ওয়ানডেতে শচীন সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪৫টি। দুইয়ে উঠার দিনে রোহিত পেছনে ফেলেছেন লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়াকে।

ওয়ানডেতে ওপেনার হিসেবে ২৯টি শতক হাঁকানো রোহিতের এটি ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি। তাতেই টপকে গেলেন অজি কিংবদন্তি রিকি পন্টিংকে। বিশ্বকাপজয়ী এই সাবেক অজি অধিনায়ক ওয়ানডেতে হাঁকিয়েছেন মোট ৩০টি সেঞ্চুরি। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরিতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তিনে উঠে এলেন রোহিত। ৪৯টি সেঞ্চুরি নিয়ে এই তালিকায় সবার উপরে রয়েছেন শচীন টেন্ডুলকার। অন্যদিকে ৪৭টি সেঞ্চুরি নিয়ে সতীর্থ বিরাট কোহলি অবস্থান করছেন তালিকার দুইয়ে।

এদিন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছয়ের মালিকও বনে গেলেন রোহিত শর্মা। এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছয়ের রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ক্রিস গেইল। সাবেক ক্যারিবীয় তারকা সব ফরম্যাট মিলিয়ে হাঁকিয়েছেন মোট ৫৫৩টি ছয়। আফগানিস্তানের বিপক্ষে সেই রেকর্ড ভাঙার দিনে রোহিত শর্মা মোট ৫টি ছক্কা হাঁকান। তাতেই গেইলকে টপকে তিন ফরম্যাটে মোট ৫৫৬টি ছয় মারার রেকর্ড গড়লেন রোহিত।

এছাড়া আরও একটি রেকর্ডেও রোহিত নিজের নাম লিখিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে ৬৩ বলে হাঁকানো সেঞ্চুরিটি, বিশ্বকাপ ইতিহাসের ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে চলতি বিশ্বকাপেই ৪৯ বলে সেঞ্চুরি করে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন প্রোটিয়া তারকা এইডেন মার্করাম। এছাড়া বিশ্বকাপে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এদিন নিজের দখলে নিয়েছেন রোহিত।

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।