ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারতকে বিশ্বকাপ জেতাতে কাজ করবে আইসিসি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩ ১৬:৩৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আর্থিক কারনে হলেও চলমান ওয়ানডে বিশ্বকাপে ভারতকে সহায়তা করবে আইসিসি। এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। ক্রিকেট সংক্রান্ত এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। 

 

শেহওয়াগ বলেছেন, ‘আইসিসি ভারতকে সাহায্য করছে। ভারতীয় গ্রাউন্ডসম্যানরাই উইকেট তৈরি করছে। ভারত সেমিফাইনাল বা ফাইনালে উঠলে, পিচ তৈরি করা হবে ভারতের মতো করেই। ফলে আমার মনে হয় বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে ভারতের। আইসিসিও জানে ভারত যদি শেষ পর্যন্ত টিকে থাকে তাহলে ভিউয়ারশিপ ও স্পনসরশিপের দিক থেকে দারুণ ভাবে লাভবান হবে আইসিসি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত। এই ম্যাচে অস্ট্রেলিয়া বধের অন্যতম নায়ক ছিলেন বিরাট কোহলি। কোহলি রান খিদেই রয়েছে বলেও মন্তব্য করেছেন শেহওয়াগ। 

শেহওয়াগ বলছেন, ‘বিরাট কোহলির রানের খিদে রয়েছে। ওর মতো একই রকম রানের ক্ষুধা আমি অন্য কারওর মধ্যে দেখিনি। কোহলি হয়তো মনে করছে, গতবার রোহিত শর্মা পাঁচটি সেঞ্চুরি করেছিল এবার ওর বিশ্বকাপ হোক। বড় ম্যাচের প্লেয়ার কোহলি। পরের বার যদি ও না থাকে, তাহলে এবারের বিশ্বকাপ কোহলি স্মরণীয় করে রাখতে চাইবে।’

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।