ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

কামিন্সের ৫০ রানের আক্ষেপ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৩ ১১:২৩

অজি অধিনায়ক প্যাট কামিন্স। গেটি ইমেজ অজি অধিনায়ক প্যাট কামিন্স। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ চেন্নাইয়ের বোলিং স্বর্গে ছড়ি ঘোরাবেন ভারতীয় বোলাররা সেটা অনেকটা অনুমেয়ই ছিল। তবে, অস্ট্রেলিয়ার ব্যাটিংটা যে এতোটা বাজে হবে সেটা বোধহয় স্বয়ং অজিরা কল্পনাও করেনি। তাতেই টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বেশ বিপাকেই পড়ে অজিরা। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া সংগ্রহ করেছিল মাত্র ১৯৯ রান।

মাঝারি সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়াও যে মরণকামড় দিতে চাইবে সেটা খানিকটা আন্দাজ করাই গিয়েছিল। ভারতের ইনিংসের শুরুটা সেই আঁচটাও পাওয়া গিয়েছিল। এদিন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার ইশান কিষান, রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার। ভারতকে আরেকটু বিপদে ফেলা যেত, যদি না ২০ রানের মাথায় বিরাট কোহলির সহজ ক্যাচটা মিচেল মার্শ হাতছাড়া না করতেন।

ম্যাচ শেষ অজি অধিনায়ক প্যাট কামিন্স এসব নিয়ে অবশ্য খুব একটা করেননি আফসোস। তবে বোর্ডে ৫০ রান কম তোলার আফসোসটা ঠিকই করেছেন অজি অধিনায়ক। ম্যাচ শেষে কামিন্স বলেন, ‌‘৫০ রান কম করেছি আমরা। ২০০ রান নিয়ে লড়াই করাটা কষ্টকর। তাদের ভালো বোলিং ইউনিট রয়েছে স্পিনারদের সংমিশ্রণে। আমরা দুই স্পিনার নিয়ে খেলায় আমি বিচলিত নই, যদি আমাদের বোর্ডে রান থাকতো তাহলে হয়তো আমরা লড়াই করতে পারতাম।’

কোহলির সহজ ক্যাচটা ছেড়েছিলেন মিচেল মার্শ। এই অজি অধিনায়ক তার জন্য মার্শকে শূলে চড়াতে চান না। তবে এই ভুলগুলো শুধরে পরের ম্যাচেই দাঁড়াতে চান ঘুরে। তিনি আরও বলেন, ‘কোহলির ক্যাচ মিসটা আমি ভুলে গিয়েছি। যদি সেটি হতো ব্যাপারটা দারুণ হতো। অবশ্যই এটা খুব কঠিন উইকেট ছিল ব্যাটিং করার জন্য। আমাদের ভুলগুলো নিয়ে কাজ করতে হবে, যাতে পরের ম্যাচে ভালো করতে পারি।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।