অস্ট্রেলিয়া-ভারত মহারণ আজ, দেড়’শ পূরণের অপেক্ষায় দুই দল
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩ ১০:১৮
নট আউট ডেস্কঃ সবশেষ এশিয়া কাপের ফাইনালে তান্ডব চালিয়েছিল ভারতীয় বোলাররা। ম্যাচটা সহজে জিতে ট্রফিটা নিজেদের করেছিল ভারত। এরপর বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজও জিতেছে দলটি। এবার রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে বিশ্বকাপ মহারণ শুরুর অপেক্ষায় ভারত।
রবিবার (০৮ অক্টোবর) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে ওয়ানডে বিশ্বকাপে ১২ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে অস্ট্রেলিয়ার ৮ জয়ের বিপরীতে ভারতের জয় সংখ্যা মাত্র ৪।
সবশেষ সিরিজ ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বাড়তি আত্মবিশ্বাসের আরও জায়গা রয়েছে। সবশেষ বিশ্বকাপে অজিদের বিপক্ষে ৩৬ রানের জয় পেয়েছিল রোহিত শর্মার দল। ঘরের মাঠে এবার খেলা বলেই খানিকটা এগিয়ে থাকবে ম্যাচ জয়ের সম্ভাবনায়।
ভারত-অস্ট্রেলিয়া এই ম্যাচের মধ্য দিয়ে দেড়’শ মাইফলক স্পর্শ করবে। এখন পর্যন্ত ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ১৪৯ বার। এই পরিসংখ্যানে অস্ট্রেলিয়ার জয় সংখ্যা ৮৩ ও ভারতের ৫৬। বাকি ১০ ম্যাচে কোন রেজাল্ট হয়নি।
-নট আউট/এমআরএস
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।
ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...
বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।
আপনার মূল্যবান মতামত দিন: