ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপ জিতবে ভারত, শচীনের বাজি অজিতেও

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩ ২০:৩৪

শচীন টেন্ডুলকার। গেটি ইমেজ শচীন টেন্ডুলকার। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ পর্দা উঠেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুর করেছে নিউজিল্যান্ড। আগের দুইবার শিরোপার খুব কাছে গিয়েও ট্রফি জেতা হয়নি কিউইদের। এবার সেই লক্ষ্যেই ভারতে পাড়ি জমিয়েছে তারা। যদিও ফেভারিট দলগুলোর কাতারে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই নিউজিল্যান্ডকে রাখেনি। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কিউইরা কেন বিশ্বকাপের অন্যতম দাবিদার সেই ঝলকটা দেখিয়েছে। 

বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে কোন চারটি দল, এই নিয়ে ইতিমধ্যেই ভবিষৎবাণী দিয়েছেন সাবেক ক্রিকেটাররা। এবার ভারতীয় লিজেন্ড শচীন টেন্ডুলকারও বেছে নিয়েছেন তার মতে কারা খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল। অবশ্য ভারতীয় এই কিংবদন্তি নিজ দেশ ভারতকেই দেখছেন চ্যাম্পিয়ন। 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে ট্রফি নিয়ে এসেছিলেন শচীন টেন্ডুলকার। সেখানেই এই ভারতীয় কিংবদন্তি বেছে নিয়েছেন চার সেমিফাইনালিস্টকে। অনুমেয়ভাবেই শচীন সবার আগে রেখেছেন ভারতকে। তার মতে, দেশের মাটিতে ২০১১ সালের পুনরাবৃত্তি করবে ভারত।

এছাড়া শচীন বাজি ধরতে চান বিশ্বকাপের অন্যতম সফল দল অস্ট্রেলিয়াকে নিয়ে। অস্ট্রেলিয়া দলে অলরাউন্ডারের ছড়াছড়ি রয়েছে বেশ। তাই ভারতের পাশাপাশি ফাইনালিস্ট হিসেবে অজিদের রাখতে চান তিনি। এছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডেরও দারুণ সম্ভাবনা দেখছেন শচীন। চর্তুথ দল হিসেবে সেমিফাইনালের দৌড়ে শচীন রাখতে চান ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডকে। 

 

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।