ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

অস্ট্রেলিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩ ১২:১৫

জ্বরে কাবু গিল। গেটি ইমেজ জ্বরে কাবু গিল। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ পর্দা উঠেছে ক্রিকেটের সবচেয়ে বড় মহা যজ্ঞ ওয়ানডে বিশ্বকাপের। যদিও চিরাচরিত নিয়ম ভেঙে উদ্বোধনী দিনে মাঠে নামেনি বিশ্বকাপের আয়োজক ভারত। সাধারণত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা খেললেও, এবার খেলেছে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী রোববার। তার আগে অনুষ্ঠিত হবে আরও দুটি ম্যাচ। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। তার আগেই অবশ্য বড় ধাক্কা খেল স্বাগতিকরা। ডেঙ্গু আক্রান্ত হলেন ভারতীয় দলের তারকা ব্যাটার শুভমান গিল। যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে এই ওপেনারকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। একে তো ইমফর্ম ওপেনার, তার উপর গিলের না থাকাটা বড় ধাক্কা হয়ে আসবে রোহিত শর্মার দলের জন্য। 

গিলের ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম। তাঁদের ভাষ্যমতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়ছেন গিল। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। গিলের অবস্থা পর্যবেক্ষণ করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আজ (শুক্রবার) আরও একবার পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি বছরটা বাইশগজে স্বপ্নের মতো কাটছে শুভমান গিলের। দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় এ ওপেনার। শেষ পর্যন্ত গিল ছিটকে গেলে রোহিত শর্মার সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ইনিংস শুরু করতে দেখা যেতে পারে ঈশান কিষানকে।

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।