ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারত বিশ্বকাপে ফেভারিট নয় ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে দিন কয়েক পরেই। ভারতের মাটিতে শুরু হতে যাওয়া এই লড়াইয়ে ভারত আপাতত ফেভারিট নয়। নিজ দেশকে নিয়ে এমনই কথা বলেছেন ভারতের কিংবদন্তি অলরাউন্ডার এবং বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। 

কপিল দেব মনে করেন, ‘আমি মনে করি আমরা যদি সেরা চারে উঠে আসি, সেটা আরও গুরুত্বপূর্ণ। আপনি এখনই বলতে পারবেন না, আমরা ফেভারিট। আমাদের দল খুব ভালো। আমাদের খুব পরিশ্রম করতে হবে। আমি আমার দল সম্পর্কে জানি। তবে অন্য দল সম্পর্কে জানি না। ভারতীয় দল চ্যাম্পিয়নশিপ খেলতে এবং জিততে প্রস্তুত। ভারত বিশ্বকাপ জেতার চেয়েও আমি চাই, ওরা আধিপত্য বিস্তার করুক। আমি মনে করি, ভবিষ্যতে আমরা এটাই চাই।’

সবশেষ কয়েক বছরে ভারতের বড় চিন্তার কারণ ছিল ইনজুরি। বড় আসরে বড় মাপের ক্রিকেটারদের মিস করেছে দলটি। আইসিসির এই মেগা ইভেন্টের আগে কপিল দেব মনে করিয়ে দিয়েছেন ইনজুরির কথা। 

তিনি বলেন,‘প্রত্যেককেই চোটের বিষয়ে সতর্ক থাকতে হবে। যে কোনও দলের দু'জন খেলোয়াড় আহত হলে খারাপ ভাবে ক্ষতিগ্রস্ত হয় পুরো দল। এই কারণেই ভাগ্যের স্ট্রোকের প্রয়োজন হয়। যদি আপনার প্রধান খেলোয়াড় চোটে পড়ে, তাহলে পুরো দলই ভেঙে পড়বে।’

সদ্য সমাপ্ত এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। মোহাম্মদ সিরাজের বোলিং জাদুতে মাত্র ৫০ রানেই অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। উপমহাদেশে পেসারদের রাজত্ব দেখে খুশি কপিল দেব।

পেসারদের নিয়ে তিনি বলেন, ‘আমি খুব খুশি যে, উপমহাদেশে আমাদের ফাস্ট বোলাররা ১০ উইকেট নিচ্ছে। এটি আসলে কেকের উপর চেরির মতোই বিষয়। একটা সময় ছিল, যখন আমরা স্পিনারদের উপর নির্ভর করতাম। কিন্তু এখন আর সেই বিষয় নেই। এই কারণেই দলটি এত ভালো খেলছে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।