ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

শর্ত দিয়ে ভারতেই বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩ ১৫:৫৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলতি বছরর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বিপাকে পড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। মূলত এশিয়া কাপের ১৬ তম আসর পাকিস্তানে ও ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর অনুষ্ঠিত হবে ভারতে। যার ফলে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে চায়না ভারত। আর বিপত্তির শুরু এখানেই। 

ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না গেলে পাকিস্তান ভারতে আসবে না বিশ্বকাপ খেলতে। ক্রিকেট পাড়ায় চলছে এ নিয়ে আলোচনা। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপে ভারত নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দিয়েছে। যার ফলে পাকিস্তানে ভারত সফর না করলেও এশিয়া কাপ থাকছে পাকিস্তানে। 

ভারতের এমন প্রস্তাবের পর কৌশল বদলিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুরুতে গুঞ্জন ছিল বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায় দলটি। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে পিসিবি প্রধান। তবে আইসিসির এক সূত্র বলছে, নতুন শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদন করেছে। সেখানে বলা হয়েছে- পাকিস্তান দল বিশ্বকাপে তাদের ম্যাচগুলো কলকাতা ও চেন্নাইয়ে খেলতে চায়। তারা ভারতের এই দুই শহরকে নিরাপদ মনে করছে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই), আইসিসি এবং পিসিবির পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি। আইসিসি সূত্র এটাও জানিয়েছে- পাকিস্তান বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশের ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে চায়।

এ ব্যাপারে আইসিসির এক কর্তা জানিয়েছেন, পাকিস্তানের ভারতে আসার পুরো বিষয়টা নির্ভর করছে বিসিসিআই এবং ভারত সরকারের ওপর। আইসিসিও সেই দিকেই তাকিয়ে রয়েছে। তবে পাকিস্তান কলকাতা এবং চেন্নাইয়ে তাদের বিশ্বকাপের সব ম্যাচ খেলতে চাইছে। অতীতে তারা এই দুই শহরে অতিরিক্ত ম্যাচ খেলেছে। তাই তারা মনে করছে, সেখানে তাদের খেলাটা খুবই নিরাপদ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।