ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দেউলিয়া হয়েও তারা সফল, কোটি টাকাতেও আমরা অচল

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ২৯ মে ২০২২ ১০:৩৯

লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে৷ ছবি সংগৃহীত লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে৷ ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওন: গল্পের পেছনে অনেক গল্পই থাকে, সফলতার পেছনে লুকিয়ে থাকে পরিশ্রম নামক কঠোর সাধনা৷ কখনো প্রকাশ পায় কখনো নিরবে, চুপিসারে অশ্রু হয়ে জমাট বাঁধে অভিমানে৷ ক্রিকেটের বেলায় তাদের দিকে তাকিয়ে থাকে পুরো দেশ, ভক্ত, শুভাকাঙ্খীরা৷ তবে যখন দেশ নামক পরিবার হয়ে যায় দেউলিয়া, ঘরে থাকে না পর্যাপ্ত খাবার, ওষুধের অভাব দেখা যায় প্রকট, আন্দোলনে নামে পরিবারের সদস্যরা তখন ক্রিকেটের খোঁজ রাখার সুযোগ বা কই৷ হয়তো কেউ রেখেছে নতুবা রাখার সুযোগ পায়নি৷ এটি দোষের নয়, অন্যায়ের কিছু নেই৷ কিন্তু দিন শেষে সফলতার সবটুকুই তাদের৷ একান্তই সকলের৷

শুরুর লেখা যতটা অগোছালো, দেউলিয়া শব্দটি ততটা না হলেও তার থেকেও বেশি পরিচিত৷ কম হওয়ার সুযোগ খুব একটা নেই৷ চায়ের আড্ডা থেকে পাড়ার অলিতে-গলিতে, কিংবা খবরের পাতায় বড় অক্ষরে লেখা শ্রীলংকা দেশটির বর্তমান অবস্থা সকলেরই জানা৷ দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার মতে দেশটির সবচাইতে দূর্নীতিগ্রস্থ সংস্থা লংঙ্কান ক্রিকেট বোর্ড৷ অথচ চরম দুঃসময়ে বোর্ড এবং ক্রিকেটারদের হাত ধরেই কয়েক মিনিট অথবা কিছু মুহূর্ত্ব এক ট্রফিতে নিশ্চই সুখ খুজে পেয়েছে পুরো দেশ৷

৯০০ কোটি টাকার মালিক হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন স্বস্তিতে, চরম আনন্দের মাঝে সুখের সংমিশ্রণে প্রস্তুতি নিয়েছিল ঘরের মাঠে প্রথমবার লঙ্কান বধের গল্প গল্প লেখার তখন নানান দিকে কতশত খারাপ পরিস্থিতির মাঝেও চির সবুজ বাংলায় সঠিক সময়েই আসেন দিমুথ করুনারত্নের নেতৃত্বে শ্রীংলকা ক্রিকেট দল৷

দুই টেস্ট খেলতে এসে শুরুতে আরেকবার সঙ্গী তাদের ভাষ্যতে দুঃসময়৷ সাগরিকায় মেঘ-বৃষ্টির লুকোচুরিতে ব্যাট-বলে যখন ব্যস্থ ছিল মুমিনুলের নেতৃত্বে পুরো দল, তখন ঢাকায় বৃষ্টি বাঁধায় ভেস্তে যাওয়া প্রস্তুতি ম্যাচ শুধুই হতাশার স্মৃতি৷

ঢাকা ছেড়ে ম্যাচ ভেন্যু চট্টগ্রামে পা রেখেও স্বস্তি খুঁজে না পাওয়া দলটিই দাপট দেখিয়েছেন পুরো সিরিজে৷ স্বস্তি না পাওয়ার কারন ছিল না ভিন্ন কিছু৷ অনুশীলনের দিনে বড় বাঁধা বৃষ্টি, যার কারনে সময় কাটাতে হয়েছিল টিম হোটেলে৷ জানালার পানে তাকিয়ে সবুজ পাতার ভিড়ে বৃষ্টি দেখে হয়তো সফরকারীদের অনেকেই কিংবা কেউ কেউ হয়তো শপথ করেছিল ভালো কিছু করতে হবে, দিনশেষে সফলতা লুফিয়ে নিতে হবে৷

সিরিজ সেরা অ্যাঞ্জেলো ম্যাথুস

চট্টগ্রাম টেস্ট হয়েছে ফলশূণ্য ড্র৷ মিরপুর টেস্টের শুরুর দিনে মুশফিক-লিটনের জুটিতে লেখা হয়েছে সংগ্রামের মহাকাব্য৷ তবুও বাকিদের ব্যর্থতায় ষোলকলা পূর্ণের সাথে ঘরের মাঠে টেস্টে ২৮ মাস ধরে পরাজিত সৈনিকের মত বসবাস পুরো দলের৷

জিতলে প্রশংসা, পরাজয়ে সমালোচনা স্বাভাবিক হলেও মূখ্য বিষয় ভিন্ন কিছুতে৷ একটি দেউলিয়া দেশের ক্রিকেট যদিও বিজয়ের গল্প রচনা করতে পারে, তাহলে ঘরের মাঠে কেনই হোচট খাবে টিম বাংলাদেশ৷ ক্রিকেট অনিশ্চিতের খেলা বলে অজুহাত দাঁড় করানো একপ্রকার আত্মহত্যার সামিল৷

অধিনায়কত্ব নেওয়ার পর যখন দেশ সেরা টেস্ট ব্যাটার টানা ব্যর্থতাতেও চিন্তিত নয় কিংবা বাজে ভাবে হেরে কোচের ভাষ্যমতে হোম কন্ডিশনের সুবিধা নিয়ে অতীতে ম্যাচ জয় হয় অপরাধ তখন সংযোজন বিয়োজন করে বলতেই হয় 'অভিনয়ে ঘুমিয়ে থাকা ব্যক্তিকে জাগানো এভারেস্ট জয়ের সমতুল্য'৷

দোষ চাপানো, সমালোচনা করা আমাদের বাঙালি জাতির স্বভাব বলেই হয়তো খারাপ পিচেও যেমন সমালোচনা কিংবা দোষারোপ হয় প্রধান পিচ কিউরেটরের৷ তেমনি স্পোর্টিং উইকেট তৈরী করেও শুনতে হয় ভিন্ন কিছু৷ গামিনি ডি সিলভা হয়তো যোগ্য, নতুবা যোগ্য নয়৷ তবে সর্বশেষ ম্যাচের পিচ নিয়ে অভিযোগ করা কান্ডজ্ঞাণহীন ব্যক্তিত্বের পরিচয়৷ ডিপিএলে মাহমুদউল্লাহর ড্রেসিং রুমে লাথিতে বদলে গেছে পিচের আচরণ৷ স্পিন স্বর্গরাজ্যে স্পিনারদের সাথে সফলতা পেয়েছে পেসাররা, বাইশগজে শতকের গল্প লিখেয়েছে ব্যাটাররা৷

ম্যাচ কিংবা সিরিজ হারলে গত কয়েক বছর ধরেই শোনা অধিনায়ক, কোচ কিংবা খেলোয়াড়ের কন্ঠে সাংবাদিকদের প্রশ্নে সু-পরিচিত উত্তর 'এটি শিক্ষা সফর'৷ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ হয়তো সবচেয়ে বেশি শিক্ষা সফর করেছে স্বল্প সময়ে তবে দিনশেষে ফলাফল শূণ্য৷ প্রাপ্তির খাতা বন্ধ রাখাই শ্রেয়৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...